প্রবাস
প্রবাস স্কিম। বিদেশে কর্মরত বা অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের জন্য রয়েছে প্রবাস পেনশন স্কিম। প্রবাস স্কিমের মাসিক চাঁদার হার পর্যায়ক্রমে ৫ হাজার, সাড়ে ৭ হাজার ও ১০ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে। প্রবাসীরা চাইলে প্রবাস স্কিমের চাঁদার টাকা তিনি যে দেশে আছেন সে দেশের মুদ্রায় পরিশোধ করতে পারবেন। আবার দেশে এসে দেশীয় মুদ্রাতেও পরিশোধ করার সুযোগ রয়েছে। কেউ চাইলে পরবর্তীতে কারণ দেখিয়ে প্রবাস স্কিম পরিবর্তন করতে পারবেন। প্রবাস পেনশন স্কিম সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তর পেতে প্রবাস স্কিম ক্যাটাগরীর আর্টিকেলগুলো আপনার জন্য সহায়ক হবে।