Vivo Phones: ভারতে আসছে ভিভোর নতুন ৫জি ফোন। এবার লঞ্চ হতে চলেছে ভিভো টি৪এক্স ৫জি ফোন। অবশেষে এই ফোনের ভারতে লঞ্চের দিন ঘোষণা হয়েছে। এর পাশাপাশি ভিভোর নতুন ৫জি ফোনের বিভিন্ন ফিচার, রং, ডিজাইন সম্পর্কেও অনেক তথ্য প্রকাশ্যে এসেছে। ভিভো টি৩এক্স ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো টি৪এক্স ৫জি ফোন।
ভারতে কবে লঞ্চ হবে ভিভো টি৪এক্স ৫জি ফোন
আগামী ৫ মার্চ দুপুর ১২টায় ভিভো টি৪এক্স ৫জি ফোন লঞ্চ হবে ভারতে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর, অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে এই ফোন। পার্পল এবং ব্লু রঙে ভিভো টি৪এক্স ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে।
ভিভো টি৪এক্স ৫জি ফোনে কী কী ফিচার থাকতে চলেছে দেখে নিন
- ভিভো টি৪এক্স ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে বলে শোনা গিয়েছে। সেকেন্ডারি সেনসর সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বিশদে।
- ভিভো টি৪এক্স ৫জি ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে শোনা গিয়েছে। ভিভোর এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যুক্ত অনেক ফিচারের সাপোর্ট থাকবে বলেও জানা গিয়েছে। এআই এডিটিং ফটো ফিচার থাকতে চলেছে ভিভোর এই ফোনে।
- ভিভোর এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট থাকতে পারে বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, ভিভো টি৪এক্স ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার কম থেকেই শুরু হবে।
ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ১০আর ফোন
ভারতে আইকিউওও নিও ১০আর ফোন লঞ্চ হতে চলেছে আগামী ১১ মার্চ। এই প্রথম আইকিউওও সংস্থা তাদের নিও সিরিজের ফোন ভারতে লঞ্চ করতে চলেছে। গেমারদের কথা মাথায় রেখেই এই ফোন বানিয়েছে ভিভো-র সাব-ব্র্যান্ড আইকিউওও। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এটি সোনি কোম্পানির ক্যামেরা সেনসর হতে চলেছে বলে শোনা গিয়েছে। এছাড়াও মেন সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের সেনসর থাকতে চলেছে যার সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকবে বলে জানা গিয়েছে। আইকিউওও নিও ১০আর ফোনে ৬৪০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এর সঙ্গে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে।
আরও দেখুন