HomeটেকনোলজিSmartphones Under Rs 10000 Itel A80 Phone Launched in India Know the...

Smartphones Under Rs 10000 Itel A80 Phone Launched in India Know the Price and Features


Itel A80 Phone: আইটেল এ৮০, নতুন এই বাজেট ফোন লঞ্চ হয়েছে ভারতে। দাম ৭০০০ টাকারও কম। আইটেল সংস্থার এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। এই ক্যামেরা সেনসরে রয়েছে এইচডিআর সাপোর্ট। আইটেল এ৮০ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার পুরো চার্জ দিলে টানা ৩ দিন চালু থাকবে এই ফোন। এছাড়াও আইটেল এ৮০ ফোনে রয়েছে ডায়নামিক আইল্যান্ড ফিচার। আইফোনেও এই ধরনের ফিচার থাকে। আইটেল এ৮০ ফোনে ডায়নামিক আইল্যান্ড ফিচারের সাহায্যে দেখা যায় ব্যাটারি স্টেটাস, নোটিফিকেশন এবং অন্যান্য অ্যালার্ট। এই ফোন ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন। আইটেল সংস্থার দাবি, এই ফোন তিন বছর পর্যন্ত কোনও বাধা-বিপত্তি ছাড়াই চলবে। 

ভারতে আইটেল এ৮০ ফোনের দাম ভারতে কত, দেখে নিন কোথা থেকে কেনা যাবে 

আইটেল এ৮০ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৯৯৯ টাকা। এই ফোন অফলাইনে বিভিন্ন রিটেল দোকান থেকে কেনা যাবে। ফোন কেনার পর ১০০ দিন পর্যন্ত ফ্রি-স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা পাবেন গ্রাহকয়া। অনলাইনে কোথায় কেনা যাবে এই ফোন তা স্পষ্ট নয়। তিনটি রঙে আইটেল এ৮০ ফোন লঞ্চ হয়েছে ভারতে। আইটেল এ৮০ একটি বাজেট ফোন। 

আইটেল এ৮০ ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে 

  • এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস এইপিএস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • আইটেল সংস্থার এই বাজেট ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T603 চিপসেট। 
  • এই প্রসেসরের সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। 
  • অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশনের সাহায্যে পরিচালিত হবে আইটেল এ৮০ ফোন। 
  • আইটেল এ৮০ ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এই ক্যামেরা সেনসরে রয়েছে এইচডিআর সাপোর্ট। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ফোনে ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া সম্ভব এই ফোনে। একবার পুরো চার্জ দিলে তিনদিন পর্যন্ত চালু থাকবে ফোন। 
  • এই ফোন সহজে নষ্ট হবে না ধুলো এবং জলে। আলট্রা পাওয়ার সেভিং মোড রয়েছে আইটেল এ৮০ ফোনে। 

আরও দেখুন



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular