Smartphone Under Rs 10000: আইটেল সংস্থা ফের সস্তায় একটি স্মার্টফোন লঞ্চ করেছে ভারতে। এই ফোনের নাম আইটেন জেনো ১০। এই ফোনে রয়েছে ৪ জিবি পর্যন্ত র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর চিপসেট রয়েছে। র্যামের পরিমাণ বাড়ানো যাবে ভার্চুয়াল ভাবে। র্যাম এক্সপ্যানশন ফিচার রয়েছে এই ফোনে। আইটেল জেনো ১০ ফোন দুটো রঙে লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। আইফোনের মতো ডায়নামিক বার ফিচার রয়েছে আইটেল সংস্থার এই বাজেট স্মার্টফোনে যেখানে নোটিফিকেশন দেখতে পাবেন ইউজাররা। ফ্রন্ট ক্যামেরা কাট আউটের চারপাশেই রয়েছে এই ডায়নামিক বার ফিচার।
ভারতে আইটেল জেনো ১০ ফোনের দাম
এই ফোনের ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা। অন্যদিকে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৬৪৯৯ টাকা। এক্সক্লুসিভ ভাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকেই অনলাইনে কেনা যাবে আইটেল জেনো ১০ ফোন। ফ্যান্টম ক্রিস্টাল এবং ওপাল পার্পল- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইটেল সংস্থার নতুন বাজেট ফোন। অ্যামাজন থেকে এই ফোন কেনার সময় ক্রেতারা ৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন।
আইটেল জেনো ১০ ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে
- অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও পাবেন ৬.৫৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং এখানে এইচডি প্লাস রেজোলিউশনের ছবি দেখা যাবে।
- আইটেল জেনো ১০ ফোনের ডায়নামিক বার ফিচারে ইউজাররা ব্যাটারি চার্জিং, ইনকামিং কল অ্যালার্ট- এই জাতীয় নোটিফিকেশন দেখতে পাবেন। সেলফি ক্যামেরা কাট আউটের চারপাশের এলাকায় এই ডায়নামিক বার ফিচার রয়েছে।
- এই ফোনের র্যাম ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে এই র্যামের পরিমাণ বাড়ানো যাবে বলে জানা গিয়েছে। ৬৪ জিবি স্টোরেজ রয়েছে আইটেল জেনো ১০ ফোন। এছাড়াও একটি অক্টা-কোর চিপসেট রয়েছে যার নির্দিষ্ট নাম জানা যায়নি।
- আইটেল জেনো ১০ ফোনে এআই যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর পাবেন। ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে ইউজারদের অথেনটিফিকেশনের জন্য। এছাড়াও রয়েছে ফেস আনলক ফিচারের সাপোর্ট। ইউজাররা আরও পাবেন ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ-সি পোর্ট- এইসব কানেক্টিভিটি ফিচারের সাপোর্ট।
- আইটেল জেনো ১০ ফোনের রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের ওজন প্রায় ১৮৬ গ্রাম।
আরও দেখুন