ভোটার হয়েছেন কিন্তু এখনো স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি? অনলাইনে NID Smart Card Status চেক করে দেখে নিন আপনার আপনার স্মার্ট কার্ড কবে পাবেন। আমাদের দেখানো নিয়ম অনুসারে মাত্র ১ মিনটে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন।
নতুন কিংবা পুরাতন সকল ভোটারদের জন্য স্মার্ট কার্ড প্রযোজ্য। আপনার Smart NID Card তৈরি হয়েছে কিনা এবং কবে স্মার্ট এন আইডি কার্ডটি হাতে পাবেন তা খুব সহজে অনলাইনের মাধহমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে জানা যায়। তাছাড়া ১০৫ নাম্বারে ফ্রী তে SMS পাঠিয়েও স্ট্যাটাস জানা যায়।
আলোচনার সারসংক্ষেপ
Smart Card Status Check
Smart Card Status Check করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/card-status ভিজিট করুন। তারপর জাতীয় পরিচয় পত্র নাম্বার, জন্ম তারিখ লিখে ফরমটি ফিলাপ করুন। এখন সিকিউরিটি ক্যাপচা পূরণ করে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করুন।
এভাবে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনার Smart NID Card তৈরি হয়েছে কিনা, তৈরি হয়ে থাকলে সেটি কোথা থেকে সংগ্রহ করতে হবে এসব তথ্য দেখতে পাবেন। স্মারট কার্ড বিতরণ হয়ে গেলেও সেটি এখানে উল্লেখ থাকবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন প্রত্যেক নাগরিকের হাতে Smart Card পৌঁছে দেয়ার জন্য বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে। অধিকাংশ বিভাগীয় শহর গুলোতে এবং সিটি কর্পোরেশন একালায় স্মার্ট আইডি কার্ড বিতরণ কাজ সম্পন্ন হয়েছে। ২০১৯ সালের পর থেকে যে সকল নতুন জাতীয় পরিচয় পত্র নিবন্ধিত হয়েছে তাদের সরাসরি স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে।
পুরাতন লেমেনেটিং আইডি কার্ড পরিবর্তন করে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা নির্বাচন কমিশনের একটি চলমান প্রক্রিয়া। ধাপে ধাপে উদ্যোগ গ্রহণের মাধ্যমে সবার মাঝে এলাকা ভিত্তিক Smart NID Card পৌঁছে দেয়ার জন্য নির্বাচন কমিশন তাদের কর্মসূচি অব্যাহত রাখেন।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম
স্মার্ট জাতীয় পরিচয় পত্র হয়েছে কিনা তা চেক করার জন্য অনলাইনে এবং SMS করার মাধ্যমে চেক করা যায়। যে কোন বাংলাদেশী সিম অপারেটর থেকে ফ্রিতে ম্যাসেজ পাঠিয়ে আপনার Smart card status check করতে পারবেন।
- প্রথমে স্মার্ট কার্ড স্ট্যাটাস ওয়েব সাইট ভিজিট করুন।
- NID নাম্বার এবং জন্ম তারিখ লিখুন,
- সিকিউরিটি প্রশ্নের উত্তর লিখুন এবং
- সাবমিট বাটন চেপে Smart NID Status দেখুন।
স্মার্ট কার্ড চেক করার উপায় সমূহ
- অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
- SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন
কম্পিউটার অথবা আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে অনলাইনে চেক করে জানতে পারবেন আপনার স্মার্ট কবে পাবেন, Smart card তৈরি হয়েছে কিনা আর হয়ে থাকলে কোথা থেকে সংগ্রহ করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য।
- অনলাইন স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/card-status এখানে ভিজিট করে আপনার NID নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করে সাবমিট করুন।
- যাদের আইডি কার্ড বের হয়নি তারা স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য ভোটার স্লিপ নাম্বার ব্যবহার করে চেক করবে। ফরম নাম্বার 65487636 হলে ভোটার স্লিপ বা ফরম নাম্বারের পূর্বে NIDFN এক্সট্রা যুক্ত করে NIDFN65487636 এরকম ভাবে ব্যবহার করুন।
- আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস Complete দেখালে বুজে নিবেন আপনার স্মার্ট আইডি কার্ডপ্রস্তুত হয়েছে।
আপনার নতুন কিংবা পুরাতন যে কোন আইডি কার্ডের নাম্বার দিয়ে চেক করতে পারবেন। ১৭ কিংবা ১৩ সংখ্যার এনআইডি নাম্বার দিয়ে এনআইডি কার্ড যাচাই করা যায়। আর যদি ১০ সংখ্যার স্মার্ট nid নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে চান তাও করতে পারবেন।
ভোটার আইডি নাম্বার ইনপুট করা হয়ে গেলে পরবর্তী ইনপুট ফিল্ডে এনআইডি অনুসারে জন্ম তারিখ লিখতে হবে। জন্ম তারিখের ঘরে (DD-MM-YYYY) এই ফরমেটে লিখতে হবে। জন্ম দিনের ফিল্ডে জন্মের তারিখ তার পরে জন্ম মাস এবং শেষে জন্ম সাল লিখতে হবে।
Smart card status check করে বক্স আইডি, ভোটার এলাকা আপনার স্মার্ট কার্ড পেতে কোন নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে সেটি Contact Address এ দেয়া থাকবে।
SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন SC
ফরম নাম্বার বা ভোটার স্লিপ দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখার জন্য SMS লেখার ফরমেট SC
যে কোনো আইডি কার্ডের ভোটার তথ্য আনুসন্ধান করুন
ভোটার স্লিপ দিয়ে স্মার্ট কার্ড চেক
নতুন ভোটার হওয়ার সময় যে ফরম বা স্লিপ দেয়া হয় সেটি ব্যবহার করে অনলাইনে এবং SMS এর মাধ্যমে smart card status check করা যায়। অনলাইনে চেক করার পদ্ধতি প্রথমে আমরা আলোচনা করেছি এবং ছবি সহ ধাপে ধাপে দেখানো হয়েছে।
ভোটার স্লিপ দিয়ে স্মাট আইডি কার্ড চেক করার জন্য আপনার বাটন ফোন কিংবা স্মার্ট ফোনের মেসেজ অপশনে চলে যান। তারপর নিচে দেখানো নিয়মে মেসেজ লিখে বাংলাদেশ নির্বাচন কমিশনের নাম্বার 105 এ প্রেরণ করুন।
ফরমেটঃ SC
F ফরম নাম্বার জন্ম তারিখ উদাহরণঃ SC F 9876543219 02-02-1900
ভোটার স্লিপ দিয়ে স্মার্ট কার্ড চেক
উপরের উদাহরণে ফরম/স্লিপ নাম্বার হল 9876543219এবং জন্ম তারিখ হলো ০২ ফেব্রুয়ারী ১৯০০ যা 02-02-1900 এভাবে লিখা হয়েছে। আমি যে ফরমেটে লিখেছি আপনাকে একই ফরমেটে লিখতে হবে।
NID নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
nid নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য মোবাইলের মেসেজ পাঠানোর স্থানে লিখুন SC
আরো সহজ করার জন্য নিচে মেসেজ লিখার ধরন ফরমেট এবং উদাহরণ সহকারে দেখানো হলো–
ফরমেটঃ SC
NID এনআইডি নাম্বার উদাহরণঃ SC NID ৮৮১২৩৪৫৬৭৮
NID নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
এখানে ৮৮১২৩৪৫৬৭৮ হলো ১০ ডিজিটের জাতীয় পরিচয় পত্র নাম্বার। আপনি চাইলে ১৩ সংখ্যার NID নাম্বার কিংবা ১৭ সংখার পুরাতন আইডি কার্ডের নাম্বার দিতে পারবেন।
স্মার্ট কার্ড ডাউনলোড
আমরা জানি স্মার্ট কার্ডে মাইক্রো চিপ সংযুক্ত থাকে। আমরা চাইলেও স্মার্ট কার্ড ডাউনলোড কিংবা এই চিপ লাগাতে পারবো না। স্মার্ট আইডি কার্ড নির্বাচন কমিশন কর্তৃক প্রদান করা হয়ে থাকে। তাই অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করার কোন সুযোগ নেই। তবে স্মার্ট কার্ডের নাম্বার সহ জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি ডাউনলোড করে তা প্রিন্ট এবং লেমেনেটিং করে ব্যবহার করা যায়।
স্মার্ট কার্ড হারিয়ে গেলে অথবা নষ্ট হলে Smart Card Re-Issue করার আবেদন করতে হয়। অনলাইনে স্মার্ট কার্ড রি-ইস্যু করার জন্য আবেদন করা যায়। আপনি চাইলে আপনার সংশ্লিষ্ট নির্বাচন কমিশন অফিসে গিয়েও আবেদন করতে পারবেন।
স্মার্ট আইডি কার্ড স্ট্যাটাস চেক সম্পর্কিত প্রশ্ন-উত্তর
স্মার্ট আইডি কার্ড সম্পর্কে অনেকেই অনেক কিছু জানতে চায়। অনেক প্রশ্ন মনের মাঝে ঘুরতে থাকে। সচরাচর জিজ্ঞেসিত হয় এমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হলো-
স্মার্ট কার্ড কবে পাবো?
স্মার্ট কার্ড একটি ব্যয়বহুল প্রকল্প। নির্বাচন কমিশন প্রতিনিয়ত সবার মাঝে Smart card বিতরনের জন্য উদ্বেগ গ্রহন করেছে। গ্রাম বা ইউনিয়ন এলাকা হলে স্মার্ট আইডি পেতে সময় লাগতে পারে।
স্ট্যাটাস Complete দেখাচ্ছে কিন্তু কার্ড পাননি?
অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার পর যদি Complete দেখায় তা হলে আপনি আপনার স্থানীয় নির্বাচন কমিশন অফিস থেকে smart NID card সংগ্রহ করতে পারেন।
Smart NID Card হারিয়ে গেলে আবার পাবো?
একবার স্মারট আইডি কার্ড হারিয়ে গেলে আবার সেই স্মারট কার্ড / চিপ যুক্ত আইডি কার্ড পেতে হলে আপনাকে অনেক বেক পেতে হবে, তবে না পাওয়ার সম্ভাবনাই বেশি। অনলাইনে পুনরায় স্মার্ট কার্ড পাওয়ার আবেদন করা যায় না। আপনাকে নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।
স্মার্ট কার্ডে টাকা থাকে?
অনেকেই স্মার্ট কার্ড দেখতে ATM কার্ডের মতো বলে এর মধ্যে টাকা থাকে কিনা জানতে চায়। স্মার্ট কার্ডে কোন প্রকার টাকা থাকে না। Smart card এ সিমের মতো যে চিপ থাকে তার মাধ্যমে ডিজিটাল তথ্য সংরক্ষিত থাকে।