HomeটেকনোলজিSamsung Galaxy M16 5G and Samsung Galaxy M06 5G Launched in India...

Samsung Galaxy M16 5G and Samsung Galaxy M06 5G Launched in India Know the Price and Features


Samsung Galaxy 5G Phones: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি- এই দুই ফোন। স্যামসাংয়ের গ্যালাক্সি এম সিরিজের এই দুই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানেও ৫০ মেগাপিক্সেলেরই প্রাইমারি সেনসর রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনে ৬ বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যাবে। 

ভারতে স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনের দাম কত 

স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১২,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডলের দাম ১৪,৪৯৯ টাকা। শুরুতে ব্যাঙ্ক অফার হিসেবে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন। ব্লাশ পিঙ্ক, মিন্ট গ্রিন, থান্ডার ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোন। বিক্রি শুরু হবে ৫ মার্চ থেকে।  

স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১০,৯৯৯ টাকা। এই ভ্যারিয়েন্টে ৫০০ টাকা ব্যাঙ্ক অফার রয়েছে। ব্লেজিং ব্ল্যাক, সেজ গ্রিন- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোন। বিক্রি শুরু হবে ৭ মার্চ থেকে। স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি- এই দুই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে।  

স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি- এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে 

  • স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস Super AMOLED ডিসপ্লে রয়েছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। 
  • স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এছাড়াও ডিসপ্লের উপর পাবেন ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 
  • স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 
  • এই দুই ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও দেখুন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular