Realme Narzo 80x 5G: ভারতে ক্রমশ ব্যবসা বাড়াচ্ছে রিয়েলমি সংস্থা। নতুন বছরে ইতিমধ্যেই বেশ কয়েকটি ফোন দেশে লঞ্চ করে ফেলেছে এই সংস্থা। আগামী কয়েক মাসের মধ্যেই আরও কয়েকটি ৫জি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে রিয়েলমি সংস্থা। এবার শোনা গিয়েছে, রিয়েলমি নারজো সিরিজের একটি ৫জি ফোন দেশে লঞ্চ হতে চলেছে। রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনের সাকসেসর হিসেবে রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও নির্দিষ্ট তারিখ এবং সময় এখনও জানা যায়নি। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে ফোনের র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং কী কী রঙে এই ফোন লঞ্চ হয়েছে তার আভাস পাওয়া গিয়েছে। এর আগে শোনা গিয়েছিল, ভারতে সম্ভবত রিয়েলমি নারজো ৮০ সিরিজ লঞ্চ হবে। এই সিরিজে রিয়েলমি নারজো ৮০ প্রো এবং নারজো ৮০ আলট্রা, এই দুই ফোনও লঞ্চ হবে। তবে এই প্রসঙ্গে রিয়েলমি কর্তৃপক্ষ জানিয়েছে।
কোন কোন ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোন
রিয়েলমির এই ফোন ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ – এই তিনটি কনফিগারেশনে লঞ্চ হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। শোনা যাচ্ছে, সানলাইট গোল্ড এবং ডিপ ওশান- এই দুই রঙে রিয়েলমি ৮০এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে।
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোন
ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোন (Realme 14 Pro Lite 5G)। রিয়েলমির এই ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট। এছাড়াও পাবেন ৫২০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর পাবেন ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরের সাপোর্ট। হাইপার ইমেজ প্লাস ক্যামেরা সেটআপ রয়েছে রিয়েলমির এই ফোন। এছাড়া রয়েছে সানরাইজ হ্যালো ডিজাইন এবং চকচকে ফ্রস্ট গ্লাসের ফিনিশ যুক্ত ব্যাক প্যানেল।
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৩,৯৯৯ টাকা। গ্লাস গোল্ড এবং গ্লাস পার্পল- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোন। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার ই-স্টোর থেকে।
আরও দেখুন