Realme Phones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোন (Realme 14 Pro Lite 5G)। রিয়েলমির এই ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট। এছাড়াও পাবেন ৫২০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর পাবেন ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরের সাপোর্ট। হাইপার ইমেজ প্লাস ক্যামেরা সেটআপ রয়েছে রিয়েলমির এই ফোন। এছাড়া রয়েছে সানরাইজ হ্যালো ডিজাইন এবং চকচকে ফ্রস্ট গ্লাসের ফিনিশ যুক্ত ব্যাক প্যানেল।
ভারতে রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে, কোথা থেকে কেনা যাবে
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৩,৯৯৯ টাকা। গ্লাস গোল্ড এবং গ্লাস পার্পল- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোন। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার ই-স্টোর থেকে।
রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন
- এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড OLED স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপর Corning Gorilla Glass 7i প্রোটেকশন লেয়ার রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট রয়েছে রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোনে। এই ফোনের ওজন প্রায় ১৮৮ গ্রাম।
- এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার রয়েছে। প্রাইমারি ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট রয়েছে। এআই যুক্ত ক্যামেরা ফিচার রয়েছে এই ফোনে।
- রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোনে ৪৫ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এই ফোনে একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।
- কানেক্টিভিটি সাপোর্ট হিসেবে রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোনে ৫জি, ৪জি, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, জিপিএস – এইসব ফিচার দেখা যাবে। ইউএসবি টাইপ সি ২.০ পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া যাবে।
আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে ঝাঁ-চকচকে ৫জি ফোন, বিক্রি শুরুর দিন কিনলেই লাভ সবচেয়ে বেশি
আরও দেখুন