HomeটেকনোলজিPoco X7 Series India Launch Date Confirmed Poco X7 and Poco X7...

Poco X7 Series India Launch Date Confirmed Poco X7 and Poco X7 Pro will Launch in this Smartphone Series


Poco Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এক্স৭ সিরিজ। এই স্মার্টফোন সিরিজের ভ্যানিলা মডেলের সঙ্গে প্রো ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে বলে অনুমান। বেস মডেলে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ আলট্রা চিপসেট। অন্যদিকে প্রো ভ্যারিয়েন্টে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৪০০ আলট্রা চিপসেট। পোকো এক্স৭ সিরিজের আওতায় লঞ্চ হতে পারে পোকো এক্স৭ এবং পোকো এক্স৭ প্রো- এই দুই ফোন। আগামী ৯ জানুয়ারি ভারতীয় সময় বিলে ৫টা ৩০মিনিটে এই দুই ফোন দেশে লঞ্চ হবে বলে জানিয়েছে পোকো সংস্থা। এক্স মাধ্যমে পোকো ইন্ডিয়া এই ঘোষণা করেছে। লঞ্চের পর পোকো এক্স৭ সিরিজের ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। পোকো এক্স৭ সিরিজে একটি নিও ভ্যারিয়েন্ট থাকলেও তা ভারতে লঞ্চ হবে না বলে জানানো হয়েছে সংস্থার তরফে। 

পোকো এক্স৭ সিরিজের ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে একনজরে দেখে নিন 

পোকো এক্স৭ ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ আলট্রা চিপসেটের সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। অন্যদিকে পোকো এক্স৭ প্রো ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৪৯৯ আলট্রা প্রসেসরের সঙ্গে কত র‍্যাম এবং স্টোরেজ থাকবে তা স্পষ্ট ভাবে এখনই জানা যায়নি। তবে এই দুই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৫ বেসড HyperOS 2.0- এর সাহায্যে। 

পোকো এক্স৭ ফোনে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই স্ক্রিনে HDR10+ সাপোর্ট থাকবে। এছাড়াও সুরক্ষার জন্য Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন লেয়ার থাকবে স্ক্রিনের উপর। TÜV Rheinland আই কেয়ার সার্টিফিকেশনও থাকবে এই ফোনের স্ক্রিনের উপর। অন্যদিকে পোকো এক্স৭ প্রো ফোনে থাকতে চলেছে ৬.৬৭ ইঞ্চির CrystalRez 1.5K AMOLED ডিসপ্লে। 

পোকো এক্স৭ ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ক্যামেরা সেনসরে ২এক্স অপটিকাল জুম এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। এর পাশাপাশি পোকো এক্স৭ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেনসর থাকতে পারে। এই ক্যামেরা সেনসরেও অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাওয়া যাবে। বেস ভ্যারিয়েন্টে ২০ মেগাপিক্সেলেরও একটি ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 

পোকো এক্স৭ সিরিজের ভ্যানিলা এবং প্রো মডেল, দুটোই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে নষ্ট হবে না এই দুই ফোন। পোকো এক্স৭ ফোনে ৫১১০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের টার্বো চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। অন্যদিকে পোকো এক্স৭ প্রো ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড হাইপার চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

আরও দেখুন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular