Poco Smartphones: পোকো এক্স৭ ৫জি সিরিজ (Poco X7 5G Series) লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হয়েছে পোকো এক্স৭ ৫জি (Poco X7 5G) এবং পোকো এক্স৭ প্রো ৫জি (Poco X7 Pro 5G) – এই দুই ফোন। বেস মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ আলট্রা চিপসেট। এছাড়াও এই বেস মডেলে পাওয়া যাবে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। অন্যদিকে প্রো ভ্যারিয়েন্টে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৪০০ আলট্রা প্রসেসর। এর সঙ্গে ৬৫৫০ এমএএইচ ব্যাটারি ও ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্টও পাওয়া যাবে। পোকো এক্স৭ ৫জি সিরিজের দুটো ফোনেই ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
ভারতে পোকো এক্স৭ ৫জি এবং পোকো এক্স৭ প্রো ৫জি- এই দুই ফোনের দাম
পোকো এক্স৭ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল রয়েছে যার দাম ২৩,৯৯৯ টাকা। কসমিক সিলভার, গ্লেসিয়ার গ্রিন এবং পোকো ইয়েলো- এই তিন রঙে লঞ্চ হয়েছে পোকো এক্স৭ ৫জি ফোন।
পোকো এক্স৭ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৬,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। নেবুলা গ্রিন, অবসিডিয়ান ব্ল্যাক এবং পোকো ইয়েলো – এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো এক্স৭ প্রো ৫জি ফোন।
পোকো এক্স৭ প্রো ৫জি ফোনের ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। আর পোকো এক্স৭ ৫জি ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ১৭ ফেব্রুয়ারি থেকে। আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরা ২০০০ টাকা অফার পাবেন। এছাড়াও পোকো এক্স৭ প্রো ৫জি ফোন কেনার সময় প্রথম দিন ক্রেতারা ১০০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন।
পোকো এক্স৭ ৫জি এবং পোকো এক্স৭ প্রো ৫জি, কী কী ফিচার রয়েছে এই দুই ফোনে
- পোকো এক্স৭ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। আর পোকো এক্স৭ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৭৩ ইঞ্চির ডিসপ্লে।
- পোকো এক্স৭ ৫জি এবং পোকো এক্স৭ প্রো ৫জি, এই দুই ফোনেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। এআই যুক্ত ফটো এডিটিং একাধিক টুল রয়েছে এই দুই ফোনে।
- পোকো এক্স৭ ৫জি সিরিজের দুই ফোনই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস, অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।
- পোকো এক্স৭ প্রো ৫জি ফোনে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৪৭ মিনিট।
আরও দেখুন