জাতীয় পরিচয় পত্র যাচাই করার মাধ্যমে খুব সহজে আইডি কার্ড আসল নাকি নকল তা বের করা যায়। ভোটার আইডি কার্ড যাচাই করন পদ্ধতি এবং অনলাইনে জাতীয় পরিচয়পত্র চেক করার সবচেয়ে সহজ নিয়মটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।
বর্তমানে অনেকে Fake NID Maker দিয়ে নকল NID Card তৈরি করে থাকে। এই সকল ফেইক জাতীয় পরিচয়পত্র সহজেই NID Card Verification করার মাধ্যমে যাচাই করা যায়। তাই আসল এন আইডি কার্ড নিশ্চিত করতে জাতীয় পরিচয় পত্র যাচাই করার বিকল্প নেই।
দৃষ্টি আকর্ষণঃ ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট বিবেচনায় ভূমি মন্ত্রণালয় এবং জন্ম-মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটকে জাতীয় পরিচয়পত্রের তথ্য সেবা দেওয়া স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। নাগরিকের ব্যক্তিগত তথ্য ঝুকিমুক্ত ও নিরাপদ রাখতে এই পদক্ষেপ।
আলোচনার সারসংক্ষেপ
ভোটার আইডি কার্ড চেক
ভোটার আইডি কার্ড চেক করার মাধ্যমে নিজের আইডি কার্ডের অনলাইন হয়েছে কিনা চেক করা সহ অন্য কারো এনআইডি নাম্বার দিয়ে আইডি কার্ড আসল/নকল যাচাই করা যায়। ভোটার আইডি কার্ড চেক করার বেশ কিছু পদ্ধতি রয়েছে, তার মধ্যে জনপ্রিয় হচ্ছে-
- ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
- মোবাইল নাম্বার দিয়ে ভোটার তথ্য যাচাই
- NID নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক
- SMS এর মাধ্যমে ভোটার আইডি চেক
উপরের যেকোন একটি পদ্ধতিতে আপনার নতুন ভোটার আইডি কার্ড হয়েছে কিনা চেক করতে পারবেন। আইডি কার্ড থেকে থাকলে সেটির তথ্য যাচাই করতে পারবেন। তাছাড়া যেকোনো আইডি কার্ডের তথ্য সঠিক কিনা অর্থাৎ আইডি কার্ডটি আসল কিনা সেটিও চেক করা যাবে।
ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
নির্বাচন কমিশনের অফিশিয়াল NID Service ওয়েবসাইটের মাধ্যমে ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করা যায়। আইডি কার্ড চেক করার জন্য services nidw gov bd ভিজিট করে রেজিস্টার বাটনে ক্লিক করুন। তারপর এনআইডি কার্ডের নাম্বার / ফরম নাম্বার এবং জন্ম তারিখ লিখে সিকিউরিটি ক্যাপচা পূরণ করে সাবমিট করুন। তারপর পর্যায়ক্রমে ঠিকান, মোবাইল নাম্বার এবং ফেস ভেরিফেকেশন সম্পন্ন করে আইডি কার্ড চেক করুন।
মোবাইলে আইডি কার্ড চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- Election Commission (EC) ওয়েবাইট https://services.nidw.gov.bd/nid-pub/claim-account ভিজিট করুন।
- তারপর স্লিপ নাম্বার অথবা আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ লিখুন। আর ফরম হলে NIDFN সহ সম্পূর্ণ ফরম নাম্বার লিখুন (NIDFN123456789)
- সিকিউরিটি ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।
- এর পর পর্যায়ক্রমে স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার যাচাই করুন।
- NID Wallet App এর মাধ্যমে ফেস ভেরিফিকেশন করে একাউন্টে লগইন করুন।
আপনার NID Account লগইন করার করে ডেশবোর্ড থেকে জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য চেক এবং যাচাই করতে পারবেন। তাছাড়া আইডি কার্ড ডাউনলোড, সংশোধনের আবেদন ও হারানো আইডি কার্ড পুনরায় পাওয়ার আবেদন সহ সকল সেবা এখানেই পাবেন।
অনলাইনে জাতীয় পরিচয়পত্র চেক করার মাধ্যমে যে সকল তথ্য সম্পর্কে জানতে পারবেন তা হলোঃ-
জাতীয় পরিচয় পত্র যাচাই করার পদ্ধতি
জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য প্রথমে https://ldtax.gov.bd/ এখানে ভিজিট করে নাগরিক কর্নার মেনুতে ক্লিক করুন। তারপর আপনার মোবাইল নাম্বার ও ক্যাপচা পূরণ করে পরবর্তী ধাপে OTP Code দিয়ে মোবাইল নাম্বার ভেরিফাই করুন। এখন NID Number এবং জন্ম তারিখ দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করুন।
ভুমি মন্ত্রনালয় ওয়েবসাইট থেকে ভোটার আইডি চেক করার জন্য যা যা প্রয়োজন তা নিচে দেয়া হলো-
- মোবাইল নাম্বার
- জাতীয় পরিচয় পত্রের নাম্বার
- জন্ম তারিখ
পূর্বে ছবিসহ আইডি কার্ডের তথ্য যাচাই করার সুযোগ থাকলেও বর্তমানে ব্যক্তির নাম, পিতা-মাতার নাম এবং ঠিকানা যাচাই করা যায়। চলুন ভোটার আইডি যাচাই করার পদ্ধতিটি ধাপে ধাপে দেখে নেই।
ldtax.gov.bd থেকে জাতীয় পরিচয় পত্র চেক
- প্রথমে ldtax.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন।
- মেনু থেকে নামগরিক কর্নারে ক্লিক করুন।
- মোবাইল নাম্বার ও ক্যাপচা পুরন করে একাউন্ট নিবন্ধন করুন।
- মোবাইলে পাঠানো ওটিপি ভেরিফাই করুন।
- আইডি কার্ডের নাম্বার ও জন্ম তারিখ দিয়ে জাতীয় পরিচয় পত্র চেক করুন।
ব্যক্তির নাম, ঠিকানা এবং পিতা মাতার নাম চেক করা জন্য এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। আগে ছবি সহ আইডি কার্ডের তথ্য চেক করা যেত কিন্তু বর্তমানে ছবি চেক করার কোনো সুযোগ নেই। ছবি সহ জাতীয় পরিচয় পত্র চেক করতে হলে প্রথম পদ্ধটি অনুসরণ করুন।
আইডি কার্ড যাচাই | NID Card Check
জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও জন্ম তারিখ দিয়ে আইডি কার্ড যাচাই করুন। আইডি কার্ডের তথ্য চেক করার জন্য ইনপুট ফিল্ডে আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখের ফিল্ডের জন্ম তারিখ ইনপুট করে চেক করুন।
আইডি কার্ড যাচাইয়ের প্রয়োজনীয় ইনপুট ফিল্ড পূরণ করে সাবমিট করলে যে তথ্য দেখাবে তা যদি আইডি কার্ডের সাথে মিলে যায় তা হলে আইডি কার্ডটি আসল। আর যদি কোন প্রকার তথ্য না দেখায় বা ভুল ইনফরমেশন দেখায় তা হলে বুঝে নিতে হবে কিছু গড়বড় আছে।
Note: কখনো কখনো সার্ভারে সমস্যা বা সাইট ভালো মতো লোড না হলেও তথ্য না দেখাতে পারে। এমন হলে আইডি কার্ডের যাচাই করার কাজটি আবার করতে হবে।
NID নাম্বার দিয়ে ভোটার আইডি চেক
NID নাম্বার এবং জন্ম তারিখ জানা থাকলেই যেকোনো ব্যক্তির তথ্য চেক করতে পারবেন। জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে ব্যক্তির নাম, পিতা-মাতার নাম সহ বর্তমান এবং স্থায়ী ঠিকানা চেক করতে পারবেন। এটি করার জন্য আমরা এ-চালান (আটোমেটেড চালান সিস্টেম) ওয়েবসাইট ব্যবহার করবো।
আমরা যারা পাসপোর্ট ফি অনলাইনে এ চালানের মাধ্যমে জমা দিয়েছি তারা এই বিষয়টি খেয়াল করেছেন নিশ্চয়ই যে পাসপোর্ট ফি জমা দেয়ার সময় জাতীয় পরিচয় পত্রের তথ্য যাচাই করা হয়। তবে চিন্তার কোনো কারণ নেই আপমার পাসপোর্টের ফি জমা দিবো না শুধু আইডি কার্ডের তথ্য যাচাই করবো।
এনআইডি কার্ড চেক করার জন্য প্রথমে আটোমেটেড চালান সিস্টেম ওয়েবসাইট ভিজিট করুন। প্রথম ইনপুট ফিল্ডে Passport লিখে সার্চ করুন এরপর ২য় ফিল্ডটিতেও Passport fee সিলেক্ট করুন। পরের ছবিতে ১ ও ২ নাম্বার তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে।
NID নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক করার জন্য ব্যক্তি লেখার উপর ক্লিক করে যার আইডি কার্ডের তথ্য যাচাই / চেক করতে চান তার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ লিখে Check NID বাটনে ক্লিক করুন। ৩, ৪, ৫, ও ৬ তীর চিহ্নিত ধাপ অনুসরণ করুন।
SMS এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই
SMS এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই বা চেক করার জন্য মোবাইলের মেসেজ অপশনে টাইপ করবেন NID
মোবাইলে এস এম এস লিখার ফরমেট নিচে দেয়া হলো। আপনি ফরম ও জন্ম তারিখ অনুসারে এটি পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। যেহেতু বর্তমানে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করা যায়, তাই চাইলে আপনিও আপনার আইডি কার্ড ডাউনলোড করে সেটি ব্যবহার করতে পারবেন।
NID NIDFN87654321 01-01-1900
এখানে NIDFN87698765 দিয়ে ভোটার স্লিপ বা ফরম নাম্বার বুঝানো হয়েছে। nid স্লিপে শুধু ৮ সংখ্যার নাম্বার থাকে। অনেক সময় এই ফরম নাম্বার ব্যবহার করলে ফিরতি মেসেজ আসেনা বা আসলেও কোন তথ্য পাওয়া যায় না। তাই সবচেয়ে ভালো হলো ফরম নাম্বারের আগে NIDFN যুক্ত করে মেসেজ পাঠানো।
নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই
NID নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে ভিজিট করে, এন আই ডি কার্ডের নাম্বার ও জন্মতারিখ দিয়ে এনআইডি কার্ড যাচাই করতে পারেন। জাতীয় পরিচয় পত্র আসল হলে এটি নির্বাচন কমিশন ডাটাবেজে থাকবে।
আর যদি ফেইক ভোটার আইডি হয় তাহলে কোন ইনফরমেশন আসবেনা অথবা আইডি কার্ডের নাম্বার ভুল হয়েছে বলা হবে। এমন হলে NID Card টিতে সমস্যা আছে বুঝতে হবে।
App দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই
বাংলাদেশ পুলিশ কর্তিক পরিচালিত অনলাইন জিডি অ্যাপ ব্যবহার করে জাতীয় পরিচয় পত্র যাচাই করা যায়। মোবাইল দিয়ে ছবি সহ জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য google Play store থেকে online GD App নামতে হবে।
অ্যাপটি ওপেন করে আইডি কার্ডের নাম্বার ও জন্মতারিখ দিয়ে যাচাই করুন বাটনে চাপলেই আইডি কার্ডের কিছু তথ্য প্রদর্শিত হবে। Online GD app দিয়ে ব্যক্তির নাম, পিতা-মাতার নাম ও ঠিকানা যাচাই করা যায়।
App দিয়ে ভোটার আইডি কার্ড যাচাই করার জন্য জন্য Online GD App ইন্সটল করে ওপেন করুন । তারপর নিবন্ধন বাটনে চাপুন। এখন আইডি কার্ডের নাম্বার ও জন্ম তারিখ ফিলাপ করুন। যাচাই করুন বাটনে চাপলে আপনার সামনে কাঙ্ক্ষিত NID কার্ডের তথ্য চলে আসবে।
porichoy.gov.bd মাধ্যমে আইডি কার্ড যাচাই
ভোটার আইডি কার্ডে তথ্য যাচাই করার আরো একটি কার্যকর উপায় হলো porichoy.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করা। এটি একটি সরকারি সাইট। বাংলাদেশের সকল নাগরিকের ভোটার তথ্য এই সার্ভার ব্যবহার করে পাওয়া যায়।
porichoy.gov.bd দিয়ে একটি আইডি কার্ডের নাম, ছবি, মাতা – পিতার নাম ও ঠিকানা বের করা যায়। তাই ব্যাংক একাউন্ট খোলা অথবা মোবাইল ব্যাংকিং খোলার জন্য, যেসব ক্ষেত্রে ব্যক্তির জাতীয় পরিচয় পত্র যাচাই করার প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে খুব সহজে এই ওয়েবসাইটটি ব্যবহার করে, ব্যক্তির ভোটার আইডি কার্ডের তথ্য চেক করতে পারবে।
FAQ about NID Card Verification
জাতীয় পরিচয় পত্র যাচাই sms করার কোড কত?
SMS দিয়ে ভোটার তথ্য জানার জন্য NID FROM NO dd-mm-yyyy লিখে পাঠিয়ে দিতে হবে 105 এই নাম্বারে। ফিরতি মেসেজের মাধ্যমে আইডি কার্ডের তথ্য জানিয়ে দিবে।
আইডি কার্ড যাচাই করে কি কি জানা যাবে?
অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করনের মাধ্যমে
১. ব্যক্তির নাম
২. ছবি
৩. বাবার নাম
৪. মায়ের নাম
আইডি কার্ডের সাধারন তথ্য যা দিয়ে এটির সত্যতা করা যায় এমন তথ্য বের করা যায়। যাচাই করা তথ্যের সাথে জাতীয় পরিচয়পত্রের মিল থাকলে nid card check সফল হবে।
আইডি কার্ড আসল না নকল বুঝবো কি করে?
জাতীয় পরিচয় পত্র আসল নাকি নকল তা জানতে হলে জাতীয় পরিচয় পত্র যাচাই করার প্রয়োজন হয়। এই লেখাটি জুড়ে আমি আইডি কার্ড যাচাই করার বিষয়ে আলোচনা করেছি। আপনার যে নিয়মটি সহজ মনে হয় সে নিয়মেই যাচাই করতে পারবেন।
জাতীয় পরিচয় পত্র যাচাই কেনো করা হয়?
আইডি কার্ড সংশোধনের আবেদন করলে তা পরিবর্তন হয়েছে কিনা, অথবা NID Card তথ্য এবং অনলাইনের তথ্যের মিল রয়েছে কিনা তা চেক করতে মূলত এটি করা হয়।