HomeটেকনোলজিOnePlus 13 and OnePlus 13R Launched in India Know the Price and...

OnePlus 13 and OnePlus 13R Launched in India Know the Price and Features


OnePlus 13 and OnePlus 13R: ওয়ানপ্লাস ১৩ এবং ওয়ানপ্লাস ১৩আর- এই দুই ফোন লঞ্চ হয়েছে ভারতে। ওয়ানপ্লাসের এই দুই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে ১০০ ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট। ওয়ানপ্লাস ১৩ এবং ওয়ানপ্লাস ১৩আর ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর পাবেন গ্রাহকরা। 

ভারতে ওয়ানপ্লাস ১৩ এবং ওয়ানপ্লাস ১৩আর ফোনের দাম কত 

ওয়ানপ্লাস ১৩ ফোনের দাম শুরু হচ্ছে ৬৯,৯৯৯ টাকা থেকে। ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম এটি ধার্য হয়েছে। এছাড়াও রয়েছে ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেল যার দাম ৭৬,৯৯৯ টাকা। এর পাশাপাশি ২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ যুক্ত ওয়ানপ্লাস ১৩ ফোনের দাম ৮৬,৯৯৯ টাকা। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের এই ফোন। 

অন্যদিকে ওয়ানপ্লাস ১৩আর ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৪২,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট, যার দাম ৪৯,৯৯৯ টাকা। দুটো রঙে ওয়ানপ্লাস ১৩আর ফোন ভারতে লঞ্চ হয়েছে। 

ওয়ানপ্লাস ১৩ ফোনের বিভিন্ন ফিচার 

  • এই ফোনে ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে রবং ডুয়াল সিম রয়েছে। 
  • কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট রয়েছে ওয়ানপ্লাসের এই ফোনে। 
  • এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। 
  • ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 
  • ওয়ানপ্লাস ১৩ ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। 
  • এই ফোনে নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে। জল এবং ধুলোয় নষ্ট হবে না ওয়ানপ্লাস ১৩ ফোন। 

ওয়ানপ্লাস ১৩আর ফোনের বিভিন্ন ফিচার 

  • এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে। এর উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৭আই প্রোটেকশন। 
  • কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর রয়েছে ওয়ানপ্লাস ১৩আর ফোনে। 
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেল এবং ৫০ মেগাপিক্সেলের আরও দুটো ক্যামেরা সেনসর রয়েছে। 
  • ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • ওয়ানপ্লাস ১৩আর ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও দেখুন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular