HomeটেকনোলজিMicrosoft has confirmed that Skype will be killed off on May 5

Microsoft has confirmed that Skype will be killed off on May 5


Microsoft Skype: স্কাইপ বিদায় নেবে এবার। বহু পুরনো এই ভিডিয়ো কলিং প্ল্যাটফর্ম এবার বন্ধ হয়ে যাবে। মাইক্রোসফট এখন থেকে টিমস প্ল্যাটফর্মকে (Microsoft Teams) এগিয়ে নিয়ে যাবে বলেই জানা গিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ৫ মে থেকে এই স্কাইপ অ্যাপ্লিকেশনে আর কাজ করা যাবে না। একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে স্কাইপ (Skype) জানিয়েছে, ‘আমাদের বিনামূল্যের ভোক্তা সংযোগের অফারগুলিকে স্ট্রিমলাইন করার জন্য এবং যাতে আমরা গ্রাহকের চাহিদার সঙ্গে আরও খাপ খাইয়ে নিতে পারি। ২০২৫ সালের মে মাসে আমরা স্কাইপ থেকে অবসর নেব এবং মাইক্রোসফটের টিমসের পক্ষ থেকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার উপর ফোকাস করব।’

একটি অফিসিয়াল ব্লগ পোস্টে এই ঘোষণা করেছে মাইক্রোসফট। সংস্থাটি আরও জোর দিয়ে জানিয়েছে এখন যে যে গ্রাহকরা স্কাইপ ব্যবহার করছেন, তাদের মাইক্রোসফট টিমসে স্থানান্তরিত করা হবে। এমনকী তাদের ডেটাও স্থানান্তরিত করে দেওয়া হবে। মাইক্রোসফট আগামী ৩ মাসের মধ্যে স্কাইপ থেকে টিমসে ধীরে ধীরে রূপান্তর করার পরিকল্পনা করছে। টিমস চালু হওয়ার পর থেকে মাইক্রোসফট সংস্থা এই বদলকে উৎসাহ দিয়ে এসেছে। এবারের ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছিল যে টিমস এবং স্কাইপ উভয় প্ল্যাটফর্মই অনেকগুলি ফিচার্স একইরকম রেখেছে। তবে টিমসে আরও অনেক বেশি পরিষেবা পাবেন গ্রাহকরা।

স্কাইপ থেকে টিমসে এই রূপান্তরকে সহজতর করার জন্য মাইক্রোসফট জানিয়েছে স্কাইপ ব্যবহারকারীরা যে কোনও সাপোর্টেড ডিভাইসে মাইক্রোসফত টিমসে লগ ইন করতে পারবেন। আর সেখানে বর্তমান ক্রিডেনশিয়াল দিয়েই লগ ইন করা যাবে। স্কাইপ ব্যবহারকারীরা টিমসে ওয়ান টু ওয়ান কিংবা গ্রুপ কলিং করতে পারবেন, মেসেজ পাঠানো, ফাইল শেয়ারিং, মিটিং হোস্ট করা, ক্যালেন্ডার পরিচালনা এবং কমিউনিটিতে যোগ দেওয়ার কাজ করতে পারবেন অনায়াসে।

মাইক্রোসফটের ব্লগ পোস্টে জানানো হয়েছে, ‘স্কাইপ থেকে টিমসে রূপান্তরের সময় স্কাইপে কল বা চ্যাট করতে পারবেন। একইভাবে টিমস ব্যবহারকারীরাও স্কাইপ ব্যবহার করতে পারবেন।’

আরও পড়ুন: Petrol Price: মার্চের শুরুতে পেট্রোল ডিজেলের দামেও বড় বদল; আজ ফুলট্যাঙ্ক ভরাতে কত খরচ ?

আরও দেখুন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular