WhatsApp: হোয়াটসঅ্যাপ গ্রুপ (WhatsApp Group) থেকে বের করে দিয়েছিলেন অ্যাডমিন (WhatsApp Group Admin)। আর সেই রাগেই অ্যাডমিনকে খুন করেছেন এক ব্যক্তি। এমনই গুরুতর অভিযোগ উঠেছে পাকিস্তানের এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম আশফাক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মুস্তাক আহমেদ নামের এক ব্যক্তিকে গুলি করে খুন করেছেন তিনি। পাকিস্তানের পেশোওয়ারে ঘটেছে এই ঘটনা। খাইবার-পাখতুন এলাকার রাজধানী পেশোওয়ার আফগানিস্থান সীমান্তে অবস্থিত।
ঠিক কী ঘটেছিল জেনে নেওয়া যাক
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মুস্তাক আহমেদ নামে এক ব্যক্তি যিনি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন, তিনি সরিয়ে দিয়েছিলেন আশফাক নামের ওই সদস্যকে। তর্ক-বিতর্ক হয়েছিল তাঁদের মধ্যে। এই সিদ্ধান্তে মোটেই খুশি হননি আশফাক। রেগেও গিয়েছিলেন প্রবল। তবে পরে সব মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই দুই ব্যক্তি। সাক্ষাৎ করে, কথা বলে সব মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। আর সেখানেই ঘটে বিপত্তি। বন্দুক নিয়ে দেখা করতে গিয়েছিলেন আশফাক। আর দেখা করতে গিয়ে সটান গুলি করে খুন করেন হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন মুস্তাককে। এমনই অভিযোগ করেছেন, মুস্তাকের দাদা।
মুস্তাককে খুনের পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান আশফাক। এখনও তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় বড় একটা প্রশ্ন উঠে এসেছে। কীভাবে এত সহজে আশফাক অস্ত্র পেলেন, আর সামান্য একটা বিষয়ের জন্য কেউ কাউকে কীভাবে খুন করে দিতে পারেন, এই নিয়েই উঠছে প্রশ্ন। এমনিতেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন প্রতারণার প্রবণতা ক্রমশ বেড়ে চলেছে। এবার সেই হোয়াটসঅ্যাপকে কেন্দ্র করে এভাবে একজন খুন হয়ে গিয়েছেন, সেই খবর প্রকাশ্যে আসতেই হতবাক সকলে।
হোয়াটসঅ্যাপে ক্রমশ প্রতারণা বাড়ছে
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আজকাল খুব সহজেই হ্যাক করে নিতে পারে হ্যাকাররা। একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারকরা হাতিয়ে নিতে পারে আপনার যাবতীয় তথ্য। তার মাধ্যমে আর্থিক প্রতারণা-সহ আরও বিভিন্ন রকমের প্রবণতা করতে পারে হ্যাকাররা। একজন মানুষের ব্যক্তিগত নথি হাতিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করা সম্ভব। আজকাল হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজিটাল অ্যারেস্টও করা হচ্ছে অনেককেই। এক্ষেত্রেই ফাঁদ পেতে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয়। আর এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়ার রাগে অ্যাডমিনকে খুনই করে দিলেন এক ব্যক্তি। আপাতত পলাতক ব্যক্তির খোঁজে চলছে তদন্ত।
আরও পড়ুন- কারা দেখতে পাবে আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি? ঠিক করতে পারবেন আপনিই
আরও দেখুন