ইতালি স্পন্সর ভিসা আবেদন 2024 – ইতালি স্পন্সর ভিসা কি?
নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম ও সুবিধা অসুবিধা জেনে নিন (100% Working)
ইসলামী ব্যাংক একাউন্ট খোলা খুবই সহজ। ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম জানা থাকলে খুব সহজেই সেভিংস একাউন্ট অনলাইনে অথবা অফলাইনে খোলা যায় এবং তার জন্য সঠিক গাইডলাইন ও দিক নির্দেশনা প্রয়োজন। সেক্ষেত্রে ইসলামী ব্যাংক কারেন্ট সেভিংস অ্যাকাউন্ট এর সুবিধা অসুবিধা সম্পর্কে জানা অত্যন্ত জরুরী।
তাই আজকের এই আর্টিকেলে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম, ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর সুবিধা অসুবিধা সহ বিভিন্ন ধরনের স্কিম সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
আপনি যদি ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম এবং ইসলামী ব্যাংক সম্পর্কে সকল প্রশ্নের উত্তর পেতে চান তাহলে অবশ্যই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। আশা করছি সম্পূর্ণ আর্টিকেল পড়লে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার উপায় সম্পর্কে আপনার সকল ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে চলুন প্রথমেই জেনে নেই ইসলামী ব্যাংক একাউন্ট কি?
ইসলামী ব্যাংক কি?
ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি জনপ্রিয় এবং বিশ্বস্ত বেসরকারী আর্থিক লেনদেন প্রতিষ্ঠান। অর্থনৈতিক লেনদেন এবং বেসরকারি বানিজ্যিক খাতে সর্বস্তরের জনগণের বিশ্বস্তের প্রতীক হচ্ছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের উপর সকলের আগ্রহ, বিশ্বাস ও ভালোবাসা থাকলেও ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে অনেকেরই জানা নেই। নিম্নে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে।
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট লাভ কত?
বর্তমানে ব্যাংক একাউন্ট গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট। গ্রাহকগণ “ইসলামী ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট খোলার মাধ্যমে বিভিন্ন মেয়াদে নির্ধারিত মাসিক চাঁদার অর্থ জমা রেখে অধিক লাভবান হচ্ছে। ইসলামী ব্যাংক গ্রাহকদের জমা দেয়া টাকা বিভিন্ন খাতে বিনিয়োগে করে। সেই বিনিয়োগ করা অর্থের লভ্যাংশ থেকে সেভিংস অ্যাকাউন্ট ধারীদেরকে ৬৫% অর্থ মুনাফা দিয়ে থাকে।
গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে প্রতিমাসে স্বল্প পরিমাণ লভ্যাংশ জমা হলেও পরবর্তীতে বছর শেষে লভ্যাংশের বাকি টাকাও জমা হবে।
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট কারেন্ট ব্যাংক একাউন্টের মতো হলেও সেভিংস একাউন্টে মাসিক লেনদেনের নির্ধারিত লিমিট রয়েছে। তবে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্টে পরিপূর্ণ লভ্যাংশ পেতে হলে নির্দিষ্ট মেয়েদের পূর্বে সেভিংস একাউন্টের অর্থ তুলতে পারবেন না। একাউন্টের নির্ধারিত মেয়াদের পূর্বে যদি কোন কারণে ডিপোজিট ভেঙ্গে অর্থ উত্তোলন করেন তাহলে ডিপোজিট করা অর্থ হতে লাভের অংশ পাবেন না।
ইসলামী ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট এর প্রকারভেদ
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্টের প্রকারভেদ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর প্রকারভেদ গুলো নিচে তুলে ধরা হলো:
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট মূলত তিন প্রকার। যথা;
- ব্যক্তিগত সেভিংস একাউন্ট।
- সঞ্চয়ী সেভিংস একাউন্ট।
- ব্যবসায়িক সেভিংস একাউন্ট।
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম
সাধারণত ইসলামী ব্যাংকে গ্রাহকরা তাদের অর্থ জমা রেখে লভ্যাংশ পাওয়ার জন্যই “ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট” চালু করেন। আর এজন্য সকলের কাছে ইসলামী ব্যাংকের অন্যান্য অ্যাকাউন্টের তুলনায় ইসলামী ব্যাংক সেভিংস একাউন্টের চাহিদা এবং গুরুত্ব অনেক বেশি। ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম অনুযায়ী স্থানীয় যেকোন ইসলামী ব্যাংকের শাখা বা এজেন্ট ব্যাংকিং সার্ভিস অফিসে গিয়ে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে পারবেন।
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে যা যা প্রয়োজন
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম অনুসারে সেভিংস একাউন্ট খুলতে কিছু ডকুমেন্টস লাগে। যেমন-
- সেভিংস একাউন্টের আবেদন ফরম সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ।
- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ/পাসপোর্ট/চেয়ারম্যান সার্টিফিকেট/ড্রাইভিং লাইসেন্স এর এক কপি।
- আবেদনকারী প্রাপ্তবয়স্ক না হলে জন্ম নিবন্ধনের ফটোকপির সাথে অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র জমা দিতে হয়।
- আবেদনকারীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
- আবেদনকারীরর দ্বারা নমিনির জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের কপি ও ছবি সত্যায়িত করে জামা দিতে হবে।
- ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/গ্যাস/ইন্টারনেট বিল) ইত্যাদি।
- আবেদনকারীর স্বাক্ষর ও ফিঙ্গারপ্রিন্ট।
- সেভিংস একাউন্ট সক্রিয় করতে প্রাথমিক ৫০০ টাকা ডিপোজিট করতে হবে।
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম অনুযায়ী ডকুমেন্টস জমা দেওয়ার পর উক্ত ব্রাঞ্চের দায়িত্বরত কর্মকর্তা আপনার ইসলামী সেভিংস একাউন্ট আবেদন ফরম এর বাকি অংশ (যা ব্যাংক কর্তৃপক্ষের হাতে থাকে) পূরণ করবেন। একাধিক জায়গায় আপনার স্বাক্ষর দেওয়ার দরকার হবে।
আবেদন ফরমের টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ে নিয়ে সেই জায়গাগুলোতে আপনার স্বাক্ষর দিবেন। এরপর আপনার আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে। সর্বোপরি আপনাকে আপনার ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট সক্ষম করতে কমপক্ষে ৫০০ টাকা ডিপোজিট করতে হবে।
প্রাতিষ্ঠানিক সেভিংস একাউন্টের জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন
যেকোনো প্রতিষ্ঠানের বিভিন্ন প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার প্রয়োজন হয়। তবে ব্যক্তি কেন্দ্রিক সেভিংস একাউন্ট এর তুলনায় প্রতিষ্ঠান কেন্দ্রিক সেভিংস একাউন্ট করার ক্ষেত্রে কিছু বাড়তি ডকুমেন্টস বা তথ্যাদির প্রয়োজন হবে।
প্রাতিষ্ঠানিক সেভিংস অ্যাকাউন্টের জন্য যে সকল ডকুমেন্টস বা নথিপত্রের প্রয়োজন তা নিচে তুলে ধরা হলো:
- শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার প্রয়োজন হলে ম্যানেজিং কমিটি দ্বারা রেজুলেশন থাকা আবশ্যক।
- যিনি উক্ত একাউন্টের হিসাব পরিচালনার দায়িত্বে থাকবেন তার সদ্য তোলা ২ কপি পাসপোর্সট সাইজের সত্যায়িত করা রঙিন ছবি।
- হিসাব পরিচালনাকারীর জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।
- কোম্পানির জন্য ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার ক্ষেত্রে মেমোরেন্ডাম আর্টিকেল অব এসোসিয়েশন দ্বারা সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট সুবিধা
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট এর অনেকগুলো সুবিধা রয়েছে। যে সকল সুবিধার জন্য সাধারণ জনগণ এবং সর্বস্তরের মানুষ ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট তৈরি করে, সে সকল সুবিধা নিচে তুলে ধরা হলো :
- নির্দিষ্ট মেয়াদ জমাকৃত অর্থের উপর সেভিংস একাউন্ট থেকে সর্বনিম্ন ৬৫% হারে লভ্যাংশ পাওয়া যায়।
- একাউন্টের ধরন এবং মেয়েদের উপর নির্ভর করে বিভিন্ন পরিমাণ অর্থ জমা দেওয়া যায়।
- সেলফিন অ্যাপ্লিকেশন এর মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং সেবা পাওয়া যায়।
- ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র ৫০০ টাকা ডিপোজিট করতে হয়।
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট ফরম
যেকোনো ব্যাংকে একাউন্ট তৈরি করে পড়বে অবশ্যই উক্ত ব্যাংকের আবেদন ফরম এর প্রয়োজন পড়ে। ঠিক একই ভাবে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট ফরম প্রয়োজন হয়। তাই এখান থেকে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট ফরম ডাউনলোড করে আপনার ল্যাপটপ, কম্পিউটার কিংবা মোবাইল ডিভাইসে রেখে দিন। আপনি চাইলে এই ফর্মটি পরবর্তীতে প্রিন্ট করে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট সহ অন্যান্য একাউন্ট আবেদনের জন্য ব্যবহার করতে পারবেন।
- সুরক্ষা পেনশন স্কিম রেজিস্ট্রেশন: কত টাকা জমা দিলে কত টাকা পাবেন?
- অনলাইনে সর্বজনীন পেনশন রেজিষ্ট্রেশন করার সহজ নিয়ম
- সর্বজনীন পেনশন সুবিধা পেতে করণীয় কি – ৪টি পেনশন স্কিম
- সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে ১৩টি প্রশ্নের উত্তর
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ কত?
অনেকেই জানতে চান যে মাসিক বা বাৎসরিক হিসেবে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ কত টাকা। ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ কত টাকা তা সম্পর্কে আর্টিকেলের এই অংশে বর্ণনা করা হলো:
- অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ: ১১৫ (একশত পনেরো) টাকা থেকে শুরু করে ৬৯০ (ছয়শত নব্বই) টাকা।
- এসএমএস অ্যালার্ট চার্জ: এসএমএস অ্যালার্ট এর জন্য বছরে ১৫% এবং ১৫০ টাকা।
- আবগারি শুল্ক চার্জ: সর্বনিম্ন ১৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০,০০০ (পঞ্চাশ) হাজার টাকা।
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্টের চার্জ কত তা সম্পর্কে যদি বিস্তারিত বলতে যাই তাহলে আর্টিকেল অনেক বড় হয়ে যাবে যা আপনার পড়তে বিরক্ত লাগবে। যেহেতু এই আর্টিকেলটি শুধুমাত্র ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম এবং সেভিংস একাউন্ট সম্পর্কিত তাই ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ কত সে সম্পর্কে আমি একটি আলাদা আর্টিকেল পাবলিশ করেছি। আপনি চাইলে নিচে দেয়া লিঙ্কে ক্লিক করে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ কত তা জেনে নিতে পারেন।
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ সমূহ
ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট খোলার নিয়ম
মূলত ব্যবসায়ীদের জন্য ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট অনেক গুরুত্বপূর্ণ এবং অধিক ব্যবহারযোগ্য। সাধারনত ইসলামিক কারেন্ট একাউন্ট ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য। ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট এর মাধ্যমে ব্যবসায়ীগণ প্রতিদিন অর্থনৈতিক লেনদেন করেন।
বিশেষ দ্রষ্টব্য: কারেন্ট একাউন্টের এই ধরনের চলমান হিসাবের জন্য ব্যাংক কর্তৃক গ্রাহককে কোন ধরনের মুনাফা কিংবা লাভ প্রদান করা হয় না।
ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট দিয়ে ব্যবসায়ীরা মূলত প্রতিদিন আনলিমিটেড অর্থ লেনদেন করার অধিকার রাখেন। ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট খোলার নিয়ম অনুযায়ী গ্রাহককে অবশ্যই নিকটস্থ ইসলামী ব্যাংকের যেকোনো একটি শাখায় কিংবা এজেন্ট ব্যাংকিং সার্ভিসের যেকোনো শাখায় যেতে হবে।
ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট তৈরি করার জন্য যে সকল ডকুমেন্টস অথবা তথ্যের প্রয়োজন হবে তা নিচে তুলে ধরা হলো:
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রে/পাসপোর্টের/ড্রাইভিং লাইসেন্সের যেকোনো একটি ফটোকপি।
- আবেদনকারীর সত্যায়িত করা সদ্য তোলা ২ কপি পাসপোর্সট সাইজের রঙিন ছবি।
- আবেদনকারী দ্বারা নির্বাচিত নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- নমিনির ১ কপি পাসপোর্সট সাইজের রঙিন ছবি।
- আবেদনকারীর রেগুলার ট্রেড লাইসেন্স এর ফটোকপি
- ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা ভাড়া হলে তার চুক্তিনামা অথবা ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা নিজের হলে যে কোন ইউটিলিটি (বিদ্যুৎ/পানি/গ্যাস/ইন্টারনেট) ইত্যাদি বিলের কপি।
- ইসলামী ব্যাংকের যে কোন একজন কারেন্ট একাউন্ট ধারীর স্বাক্ষর যার দ্বারা আবেদনকারীর ছবিও সত্যায়িত করতে হয়।
- আবেদনকারীর স্বাক্ষর এবং ফিঙ্গারপ্রিন্ট।
- চেয়ারম্যান সার্টিফিকেট।
- প্রাথমিক পর্যায়ে ১ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিপোজিট করতে হবে।
এছাড়াও ইসলামী ব্যাংক কর্মচারী, কর্মকর্তা আবেদনকারীর সকল তথ্য যাচাইয়ের স্বার্থে অন্যান্য ডকুমেন্টস বা তথ্য দেখতে চাইতে পারে।
বিভিন্ন ব্যবসায়িক প্রয়োজনে সেভিংস একাউন্ট তৈরি করতে উপরে উল্লেখিত ডকুমেন্টস গুলো প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে। যেমন;
- ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান হলে টি-আই-এন সার্টিফিকেট (TIN Certificate) “টিন সার্টিফিকেট” প্রয়োজন হতে পারে।
- ট্রাস্ট প্রতিষ্ঠান হলে ট্রাস্টের দলিল+খারিজ+খতিয়ান বা প্রমানপত্র প্রয়োজন হবে।
- মসজিদ-মাদ্রাসা, স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় হলে ম্যানেজিং কমিটির রেজুলেশন এর দরকার হবে।
- আবেদনকারীর ব্যবসা প্রতিষ্ঠানটি লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন (Memorandum and Articles of Association) এর সত্যায়িত কপি প্রয়োজন হবে।
ইসলামী ব্যাংক লাইভ চ্যাট | হেল্পলাইন নাম্বার
ইসলামী ব্যাংক লাইভ চ্যাট
ইসলামী ব্যাংক হেল্পলাইন নাম্বার
- 16259 অথবা
- 09611016259
ইসলামী ব্যাংক টেলিফোন নাম্বার
- 9563040
- 9560099
- 9567161
- 9567162
- 9569417
ইসলামী ব্যাংক Fax নাম্বার
- 880- 2- 9564532
- 880 -2- 9568634
এগুলো ছাড়াও ইসলামী ব্যাংকের আরো হেল্পলাইন সার্ভিস রয়েছে। উপরোক্ত ইসলামী ব্যাংকের হেল্পলাইন নাম্বার গুলোতে যোগাযোগ করতেন না পারলে তাদের সাথে যোগাযোগ করার জন্য নিচে দেয়ার টেবিল অনুসরণ করুন।
GPO Box no | 233 |
Telephone | (02) 9563040(Auto Hunting), 9560099, 9567161,9567162, 9569417 |
Telex | 642525 IBANK BJ 632403 IBANK BJ 671620 IBANK BJ |
Fax | 880- 2- 9564532, 880 -2- 9568634 |
SWIFT | IBBLBDDH |
Cable | ISLAMIBANK |
info@islamibankbd.com | |
Web | http://www.islamibankbd.com |
আশাকরি উপরে দেয়া ইসলামী ব্যাংক হেল্পলাইন নাম্বার, ইমেইল এড্রেস, এবং লাইভ চ্যাট এর মাধ্যম গুলো ব্যবহার করে খুব সহজেই ইসলামী ব্যাংক হেল্পলাইন সেন্টার এর সাথে যোগাযোগ করতে পারবেন এবং ইসলামী ব্যাংকের যেকোনো একাউন্ট সংক্রান্ত তথ্য নেয়ার পাশাপাশি যেকোন সমস্যার সমাধান নিতে পারবেন।
শেষ কথা
আজকের এই আর্টিকেলে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম, ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ , ইসলামী ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট ফরম, ইসলামী ব্যাংক অনলাইন একাউন্ট, ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার ও কি কি, কারেন্ট একাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, স্টুডেন্ট একাউন্ট এবং ইসলামী ব্যাংকের সকল সুবিধা অসুবিধা, সহ ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করতে কত টাকা প্রয়োজন হয় এবং কি কি ডকুমেন্টস লাগে সে সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
আশা করছি ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে এবং ইসলামী ব্যাংক রিলেটেড সকল ধরনের প্রশ্নের উত্তর এই আর্টিকেলে পেয়ে গেছেন। যদি আমাকে দেয়ার অর্থ আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই ব্লগপোষ্ট আপনার সোশ্যাল মিডিয়া একাউন্টগুলোতে শেয়ার করতে পারেন যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে।
পরবর্তী যেকোনো আপডেট পেতে আর্টিকেলের নিচে ইমেল সাবস্ক্রিপশন করে রাখতে পারেন যাতে করে নতুন কোন আপডেট তথ্য মুহূর্তেই আপনার মোবাইলে চলে যায়। এবং ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম এবং ইসলামী কারেন্ট ব্যাংক খোলার নিয়ম এবং উক্ত ব্যাংক রিলেটেড আরো কোন তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করুন, আমি আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব অথবা আপনার প্রশ্ন যদি জটিল হয় তাহলে তা নিয়ে একটি নতুন আর্টিকেল প্রকাশ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।