আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২ জানুয়ারি ২০২৫ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই যাদের এনআইডি কার্ডে ভুল আছে তারা আগামী ২ জানুয়ারি ২০২৫ এর আগে তা সংশোধন করার অনুরোধ জানিয়েছেন।
ভোটার তালিকা আইন অনুসারে, প্রতি বছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাত করা হয়। প্রথমে বিগত বছরের ভোটার তথ্য হালনাগাত করে ২ জানুয়ারিতে একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়।
এই খসড়া তালিকা নিয়ে কারো দাবি দাওয়া বা আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে ২রা মার্চে চুড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। চুড়ান্ত তালিকায় বিদ্যমান নাগরীকগন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে।
যাদের জাতীয় পরিচয় পত্রে ভুল আছে, তাদের জরুরি ভিত্তিতে আগামী ২ জানুয়ারির আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে এনআইডি সংশোধন আবেদন করে তথ্য সংশোধন করার জন্য বলা হচ্ছে।স
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যাদের জন্ম ১ জানুয়ারি, ২০০৭ বা তার পূর্বে তারা যদি এখনো ভোটার না হয়ে থাকে তাহলে তাদের সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে নতুন ভোটার হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।