HomeMobile Bankingবিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম | bkash bidyut bill payment system 100%...

বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম | bkash bidyut bill payment system 100% Free

আপনি কি বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম সম্পর্কে জানতে চান? তাহলে সঠিক জায়গায় এসেছেন। কেননা (bkash bidyut bill payment system) বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম আজকের এই ব্লগ পোস্ট। তবে সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখি বিকাশে বিদ্যুৎ বিল দেয়া খুব সহজ এবং বিকাশ অ্যাপ ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করলে আকর্ষণ ক্যাশ ব্যাক অফার পাওয়া যায়।

আজকের এই আর্টিকেলে ‘বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম, বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম এবং বিকাশ থেকে বিদ্যুৎ বিল চার্জ কত সে সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। 

বিদ্যুৎ বিল কত প্রকার?

সাধারণত বিদ্যুৎ বিল ২ দুই প্রকারের হয়ে থাকে।

  1. প্রিপেইড ও 
  2. পোষ্টপেইড। 

এখন প্রশ্ন হল আপনি একজন সাধারন মানুষ হয়ে কিভাবে বুঝবেন আপনি প্রিপেইড মিটার ব্যবহার করছেন নাকি পোষ্টপেইড মিটার ব্যবহার করছেন।

প্রিপেইড (Prepaid): যদি আপনি বিদ্যুৎ ব্যবহারের শুরুতেই আপনার মিটারে ব্যালেন্স রিচার্জ করেন এটি প্রিপেইড বিল।

পোষ্টপেইড (Postpaid): যদি মাসিক বিদ্যুৎ ব্যবহারের পর আপনার কাছে বিদ্যুৎ বিল পাঠানো হয়, তাহলে আপনি পোস্টপেইড গ্রাহক হিসেবে বিবেচিত।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম খুবই সহজ এবং এর জন্য পল্লী বিদ্যুৎ অফিস, জোনাল অফিস, টেলিকম দোকান বা দেশে প্রচলিত যেকোনো ব্যাংকে গিয়ে বিদ্যুৎ বিল দেয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে না। 

আপনি চাইলে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার খুব কম সময়ে নিজ বা অন্য যে কারো বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন এবং সেই সাথে বিদ্যুৎ বিল পরিপূর্ণভাবে পরিশোধ হয়েছে কিনা তা চেক করতে পারবেন।

এতে করে আপনার যাতায়াত খরচ ও সময় বাঁচবে। সবচেয়ে বড় কথা হল পল্লী বিদ্যুৎ অফিস, কিংবা জোনাল অফিস, বা ব্যাংকে আর লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না। অতি অল্প মাত্র ১% সার্ভিস চার্জে বিকাশ অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার সুযোগ পাবেন।

ব্যাংকে কত টাকা রাখলে ট্যাক্স দিতে হয়

বিকাশ অ্যাপ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

আর্টিকেলের এই সেকশনে বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম সম্পর্কে সহজ ভাবে বোঝানো হয়েছে। আমরা সকলেই জানি বর্তমানে বিকাশের মাধ্যমে প্রায় সব ধরণের বিদ্যুৎ বিল দেয়া যায়। পল্লী বিদ্যুৎ, ডেসকো, নেসকো, ডিপিডিসি, বিপিডিবি (পিডিবি), ওয়েস্টজোন ইত্যাদির প্রিপেইড ও পোস্টপেইড বিল পরিশোধ করতে পারবেন বিকাশ অ্যাপ ব্যবহার করে। কিভাবে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ পড়তে হয় তার সম্পর্কে নিম্নে বর্ণনা করা হলো:

বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

প্রথমে নিশ্চিত হয়ে নিন আপনি কি প্রিপেইড বিল বা মিটার রিচার্জ করবেন নাকি পোস্টপেইড বা মাসিক বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। সাধারণত গ্রামাঞ্চলে বেশিরভাগই পোস্টপেইড বা মাসিক বিল।

বিকাশ থেকে মাসিক বিদ্যুৎ বিল বা পোস্টপেইড বিল দিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  • সর্বপ্রথম আপনার ডিভাইসে বিকাশ অ্যাপটি ওপেন করুন এবং পিন নম্বর দিয়ে বিকাশ একাউন্টে লগ ইন করুন।
  • বিকাশ থেকে পে বিল (Pay Bill) অপশনটিতে ট্যাপ করুন।
  • বিদ্যুৎ তারপর Palli Bidyut (Postpaid) সিলেক্ট করুন।
  • স্যম্পল বাটনে ক্লিক করে আপনার বিলের কোথায় এসএমএস হিসাব নম্বর আছে দেখে নিন। এবং আপনার বিলের কপি থেকে এসএমএস নম্বরটি , উপরের ৩ নং ছবিতে দেখানো জায়গায় লিখুন।
  • নিচের দিক থেকে পে বিল করতে এগিয়ে যান এ বাটনে ক্লিক করুন।
  • আপনার পেমেন্টের সব তথ্য ঠিক থাকলে, আপনার বিকাশ পিন নম্বর দিয়ে বিল পরিশোধ করুন।

বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত

জেনে অবাক হবেন যে, বিকাশ থেকে বিদ্যুৎ বিল চার্জ মাত্র ১%। অর্থাৎ আপনার বিল ১০০ টাকা হলে চার্জ হবে ১ টাকা। তবে মজার ব্যাপার হল বিনা চার্জে প্রতি মাসে বিকাশ থেকে ৪টি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

আরও পড়তে পারেন,

Retated Think; বিকাশে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম, বিকাশ বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম, বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম, বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত, বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম, বিকাশে বিদ্যুৎ বিল ফ্রি, বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম, বিকাশ বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম, বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম, বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম, বিকাশে বিদ্যুৎ বিল চার্জ, বিকাশ বিদ্যুৎ বিল চার্জ, বিকাশ পে বিল চার্জ, বিকাশ পে বিল চার্জ কত, বিকাশ থেকে বিদ্যুৎ বিল চার্জ কত, বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম,

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular