৭ই মার্চে সারাদেশে হরতালের ডাক দিয়ে গত ৬ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মশাল মিছিল করা হয়েছে দাবিতে সম্প্রতি একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুক প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ৭ই মার্চ দেশব্যাপী হরতাল কর্মসূচি দিয়ে গত ৬ মার্চ রাতে মশাল মিছিল করেনি ছাত্রলীগ। এছাড়া, গত ৭ মার্চ দলটির পক্ষ থেকে কোনো হরতালের ডাকও দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিককে বহিষ্কারের প্রতিবাদে তার সমর্থকদের করা মশলা মিছিলের ভিডিওর অডিও সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
দাবিটি বিষয়ে অনুসন্ধানে রিভার্স সার্চের মাধ্যমে এশিয়ান টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি Zia Uddin Shohag-এর ফেসবুক আইডিতে গত ৬ মার্চ প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

পোস্টটিতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির পাশাপাশি ছাত্রদলের একটি প্রেস বিজ্ঞপ্তির ছবিও দেখতে পাওয়া যায়। উক্ত পোস্টের শিরোনাম এবং প্রেস বিজ্ঞপ্তিটি থেকে জানা যায়, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিককে বহিষ্কারের প্রতিবাদে উক্ত বিক্ষোভ মিছিলটি করা হয়। এছাড়াও লক্ষ্য করা যায়, বিক্ষোভ মিছিলের স্লোগানের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর স্লোগানের মিল নেই।
অর্থাৎ, আলোচিত ভিডিওটিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন অডিও যুক্ত করা হয়েছে।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে স্থানীয় গণমাধ্যম প্রথম ফেনী- এর ফেসবুক পেজেও গত ৫ মার্চ প্রচারিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের ক্যাপশনে বলা হয়, গত ৫ মার্চ (বুধবার) ফেনীর দাগনভূঞা বাজারে কাজী জামশেদুর রহমান ফটিককে বহিষ্কারের প্রতিবাদে তার অনুসারীরা মশাল মিছিল করেন।

এছাড়া, ফেনীর আরেক স্থানীয় গণমাধ্যম প্রতিদিনের দাগনভূঞা- এর ফেসবুক পেজে উক্ত ঘটনার ভিন্ন এঙ্গেল থেকে ধারণ করা আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে গত ৪ মার্চ প্রচারিত কাজী জামশেদুর রহমান ফটিকের বহিষ্কারাদেশ বিষয়ক বিজ্ঞপ্তি পাওয়া যায়।
তাছাড়া বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ফেসবুক পেজ অনুসন্ধান করেও ৭ ই মার্চ দেশব্যাপী হরতালের ডাক দেওয়ার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি।
অর্থাৎ, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিককে বহিষ্কারের প্রতিবাদে হওয়া বিক্ষোভ মিছিলের ভিডিওর অডিও সম্পাদনা করে ছাত্রলীগের মশাল মিছিল দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, ৭ই মার্চ দেশব্যাপী হরতাল পালনের ডাক দিয়ে ছাত্রলীগের মশাল মিছিল করেছে দাবিতে প্রচারিত ভিডিওর অডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Zia Uddin Shohag Facebook Post
- Prothom feni Facebook Page Post
- প্রতিদিনের দাগনভূঞা Facebook Page Post
- Bangladesh Jatiyotabadi Chatrodol Facebook Page Post
- Rumor Scanner’s Analysis