HomeRumorscanner২০২৪ সালের জুলাইয়ের প্রবাসী শ্রমিকের ছবিকে ভিন্ন ও সাম্প্রতিক দাবিতে প্রচার

২০২৪ সালের জুলাইয়ের প্রবাসী শ্রমিকের ছবিকে ভিন্ন ও সাম্প্রতিক দাবিতে প্রচার


সম্প্রতি, এক ব্যক্তির ছবি পোস্ট করে তাকে আওয়ামী লীগের কর্মী দাবিতে প্রচার করা হচ্ছে।

ছবিতে লেখা রয়েছে, ‘টাকা দিয়ে বিদেশে বসে মাল খাব তবুও টাকা বাংলাদেশে দেব না।’

1 161

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি ২০২৪ সালে জুলাই আন্দোলনের সময়ে জাহাঙ্গীর আলম নামের এক প্রবাসী শ্রমিকের ছবি, যিনি আন্দোলনের সমর্থক ছিলেন।

এ বিষয়ে অনুসন্ধানে ছবিটিতে ‘Histographia’ লেখার সূত্র ধরে ‘Histographia’ নামক স্যাটায়ার/প্যারোডি ফেসবুক পেজে ছবিটি খুঁজে পাওয়া যায়। পেজটিতে ছবিটি প্রকাশ করা হয় ২০২৪ সালের ২৮ নভেম্বর।

1 14
Screenshot: Histographia (Facebook)

পরবর্তীতে, ‘টাকা দিয়ে বিদেশে বসে মাল খাব তবুও টাকা বাংলাদেশ পাঠাবো না’ শীর্ষক লেখার সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘আলবিদাツ’ নামের ফেসবুক পেজে থেকে ২০২৪ সালের ২৮ জুলাই  ‘MD Jahangir Allom Allom’ নামের এক ব্যক্তির ফেসবুক পোস্টের স্ক্রিনশট সম্বলিত পোস্ট খুঁজে পাওয়া ‍যায়। স্ক্রিনশটটিতে আলোচিত ছবিটি সহ আরও দুটি ছবি দেখতে পাওয়া যায়।

1 15
Screenshot: আলবিদাツ  (Facebook)

উক্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে ‘MD Jahangir Allom Allom’ নামের ফেসবুক অ্যকাউন্টটি খুঁজে পাওয়া যায়। উক্ত ফেসবুক অ্যকাউন্টে ২০২৪ সালের ২৬ জুলাই একই ক্যাপশনের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

1 16
Screenshot: MD Jahangir Allom Allom (Facebook)

পোস্টটির এডিট হিস্ট্রি থেকে জানা যায়, পোস্টটি কয়েকবার সম্পাদনা করা হয়েছে।

1 17
Screenshot: MD Jahangir Allom Allom (Facebook)

অর্থাৎ, এটা নিশ্চিত যে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। জুলাই আন্দোলনের সময় আন্দোলনের সমর্থনে তিনি ছবিগুলো পোস্ট করেন এবখ পরে ছবিগুলো পোস্ট থেকে সরিয়ে নেন।

এছাড়া, ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ থেকে জানা যায়, তিনি সৌদি আরবের আল বাহাহ শহরে বসবাস করেন।

সুতরাং, প্রবাসী শ্রমিকের ২০২৪ সালের জুলাইয়ের ছবি দিয়ে সম্প্রতি তাকে আওয়ামী লীগের কর্মী দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • Histographia: Facebook Post
  • আলবিদাツ: Facebook Post
  • MD Jahangir Allom Allom: Facebook Account
  • MD Jahangir Allom Allom: Facebook Post
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular