সম্প্রতি, “আমার ভাইয়ের কান্না – আর না, – আমার বোনের কান্না- আর না, আর না, তুমি কে আমি কে – হাসিনা, হাসিনা। মুজিব সৈনিকরা জেগে উঠেছে। দেশ বিরোধীদের স্থান বাংলায় আর হবে না।’ শীর্ষক ক্যাপশনে একটি বিক্ষোভ কর্মসূচির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত বিক্ষোভের ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কোনো স্লোগান দেওয়া হয়নি বরং, মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের স্লোগানকে আলোচিত ভুল দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ‘তুমি কে আমি কে আছিয়া আছিয়া আমার মায়ের কান্না – আর না, – আমার বোনের কান্না- আর না, আর না’ স্লোগানসহ নানা স্লোগান শুনতে পাওয়া গেলেও দাবিকৃত ‘তুমি কে আমি কে – হাসিনা, হাসিনা। মুজিব সৈনিকরা জেগে উঠেছে। দেশ বিরোধীদের স্থান বাংলায় আর হবে না।’ শীর্ষক স্লোগানটি শোনা যায়নি।
পরবর্তী অনুসন্ধানে জাতীয় গণমাধ্যম চ্যানেল ২৪ এর ফেসবুক পেজে উক্ত ঘটনার একটি ভিডিওসহ ০৯ ফেব্রুয়ারি প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়৷ উক্ত ভিডিওটির সাথে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে বলা হয়, “ধ’র্ষ’ণে’র বিরুদ্ধে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়” সাথে #Achiya #RUProtest #Channel24 হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে সংবাদমাধ্যম জনকন্ঠের ওয়েবসাইটে ০৯ মার্চ ‘’তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া’- স্লোগানে উত্তাল রাবি’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, “দেশে চলমান ধর্ষণ প্রতিরোধ, ধর্ষকের শাস্তি নিশ্চিত ও সার্বিক নিরাপত্তার দাবিতে ৮ মার্চ বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ধ্যায় মিছিল শুরু হয়ে ছাত্রী হলগুলোর সামনে দিয়ে অতিক্রম করে। দলে দলে সেখানে ছাত্রীরা যুক্ত হয়। ৮ টার দিকে মিছিলটি জোহা চত্বরে সমবেত হয়।
এসময় শিক্ষার্থীদের স্লোগান ছিল – ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’ , ধর্ষিতার কান্না, আর না আর না’, ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘আমার বোনের কান্না, আর না আর না’।”
অর্থাৎ, গণমাধ্যমের প্রতিবেদন থেকেও এটি নিশ্চিত যে, আলোচিত বিক্ষোভ কর্মসূচিতে “তুমি কে? আমি কে? হাসিনা, হাসিনা” শীর্ষক স্লোগান দেওয়া হয়নি।
সুতরাং, ধর্ষণ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির ভিন্ন স্লোগানকে শেখ হাসিনার পক্ষের স্লোগান দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।