HomeRumorscannerহাসনাত আবদুল্লাহকে তুলে নিয়ে যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো...

হাসনাত আবদুল্লাহকে তুলে নিয়ে যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার 


সম্প্রতি,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ এর আত্মপ্রকাশ ঘিরে মধুর ক্যান্টিনে দুই পক্ষের হাতাহাতির ঘটনার পরবর্তী সময়ে হাসনাত আব্দুল্লাহকে তুলে নিয়ে যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীরা দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

হাসনাত আবদুল্লাহ

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যনার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি হাসনাত আবদুল্লাহকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা তুলে নেওয়ার কোনো ঘটনার নয় বরং, পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘কথাcom’ নামক ইউটিউব চ্যানেলের গত ২৭ জানুয়ারি আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবির প্রচারিত ভিডিওর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

unnamed 2025 02 28T153314.690
Comparison: Rumor Scanner

ভিডিওটির বিস্তারিত অংশে দেখা যায় এটি ঢাকার নীলক্ষেত-নিউমার্কেট এলাকার ভিডিও।

ভিডিওটির বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে একইদিনে প্রকাশিত জাতীয় দৈনিক কালবেলার ইউটিউব চ্যানেল থেকে ‘পরিস্থিতি শান্ত করতে এসে বিপাকে হাসনাত’ শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর বিস্তারিত অংশ থেকে জানা যায়, এটি হাসনাত আবদুল্লাহর সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করতে যাওয়ার ভিডিও। 

অর্থাৎ, এটি একটি পুরোনো ভিডিও, যার সাথে হাসনাত আবদুল্লাহকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীরা তুলে নেওয়ার কোনো সম্পর্ক নেই।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে হাসনাত আবদুল্লাহকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা তুলে নেওয়ার কোনো ঘটনার তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, সাম্প্রতিক সময়ে হাসনাত আবদুল্লাহকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীরা তুলে নেওয়ার দাবিতে হাসনাতের গত জানুয়ারিতে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করতে যাওয়ার ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular