HomeRumorscannerসোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে মৃত লাশ ধর্ষণের সংবাদটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২০ সালের

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে মৃত লাশ ধর্ষণের সংবাদটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২০ সালের


সম্প্রতি, ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত লাশ ধর্ষণ দাবিতে একটি তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

পোস্টগুলোতে বলা হয়, ‘সোনার বাংলাদেশে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতাল মৃত্যু লাশ ধর্ষণ হয়’

1 250

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন  এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত লাশ ধর্ষণের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, হাসপাতালটির মর্গে নারী মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার করার সত্যতা পাওয়ায় ২০২০ সালে গ্রেপ্তার হয় মুন্না নামে এক ডোম সহকারী। উক্ত ঘটনাকেই সাম্প্রাতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।

অনসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত কিছু পোস্ট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে ‘Nusrat Jahan Shemu’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে করা পোস্টটির মন্তব্যের ঘরে তথ্যসূত্র হিসেবে যমুনা টিভির ইউটিউবে প্রচারিত সংবাদের থাম্বনেইলসহ ডার্ক মোডে নেওয়া একটি স্ক্রিনশট দেখতে পাওয়া যায়।

সংবাদটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘লাশ পাহারার দায়িত্ব নিয়ে মৃত নারীদের সঙ্গে যৌনাচার করতো মুন্না | Rapist Dom’। ক্যাপশনের নিচের অংশে ভিডিওটি ৪ বছর আগের বলে উল্লেখ করা হয়।

1 23
Screenshot: Nusrat Jahan Shemu (Facebook)

উক্ত তথ্যের সূত্র ধরে ইউটিউবে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ‘লাশ পাহারার দায়িত্ব নিয়ে মৃত নারীদের সঙ্গে যৌনাচার করতো মুন্না | Rapist Dom’ শীর্ষক ক্যাপশনে একই থাম্বনেইলের সংবাদটি খুঁজে পাওয়া যায়।

1 251
Screenshot: Jamuna TV (YouTube)

সংবাদটি থেকে জানা যায়, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আত্মহত্যা করা কম বয়সী নারীদের সাথে বিকৃত যৌনাচার করে আসছিলো মুন্না নামে এক ডোম সহকারী। সিআইডির জিজ্ঞাসাবাদে, অন্তত ৫ জন নারীর ওপর এমন বিকৃত যৌনাচারের কথা স্বীকার করেছে সে। 

সে সময় এ বিষয় নিয়ে  প্রথম আলো ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে মৃত লাশ ধর্ষণের সংবাদটি

এটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২০ সালের সংবাদ।

তাছাড়া, সম্প্রতি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ২০২০ সালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নারী মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের ঘটনাকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular