HomeRumorscannerসাম্প্রতিক সড়ক দুর্ঘটনার দৃশ্য দাবিতে পুরোনো দৃশ্য প্রচার

সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার দৃশ্য দাবিতে পুরোনো দৃশ্য প্রচার


অন্তত গত ০৮ মার্চ (আন্তর্জাতিক নারী দিবসে) থেকে সড়ক দুর্ঘটনার শিকার হওয়া একজন নারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হয়েছে, “বিশ্ব নারী দিবসে এক নারীর জন্য পুরুস্কার। ধিক্কার জানাই তোমাদের উপর। আর কত চুপ করে থাকবেন আপনারা | মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মহিলা সেনা সদস্যকে মাইক্রোবাস এর চাপা। এয়ারপোর্ট রোড | এখন জনগণ বাদ দিয়ে আপনাদের কে টার্গেট করে নতুন মাস্টার প্ল্যান তৈরিতে সেনাদের জীবন নিচ্ছে।”

অর্থাৎ, দাবি করা হয়েছে, দুর্ঘটনার দৃশ্যটি গত ৮ মার্চের। এছাড়াও, কিছু পোস্টে স্পষ্টত ঘটনাটি গত ৮ মার্চের দাবি করা হয়েছে।

1 212

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত সড়ক দুর্ঘটনার দৃশ্যটি গত ০৮ মার্চের নয় বরং অন্তত তিন মাস পুরোনো ঘটনাকে ০৮ মার্চের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে প্রচারিত দাবিটির সপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে ‘রিফাত ফাহিম ভ্লগস’ নামের একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ৫ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওটি সম্পর্কে উক্ত পোস্টে বলা হয়, “তেজগাঁও (পুরাতন) বিমানবন্দরে দুর্ঘটনা, ঢাকা ক্যান্টনমেন্টের কাছে সতর্কভাবে চালান, নিরাপদ থাকুন! (ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত)” (অনূদিত)।

প্রচারিত উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়।

1 213
Comparison : Rumor Scanner

অর্থাৎ, এটা নিশ্চিত যে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

এছাড়া, পোস্টটির মন্তব্য সেকশন পর্যবেক্ষণ করলে নারীটির পরবর্তী অবস্থার আপডেট দাবিতে এক আহত নারীর ছবিও সংযুক্ত করতে দেখা যায়।

1 214
Screenshot: Facebook

উক্ত ছবিটিতে উল্লিখিত নারীকে বিমানবাহিনীর পোশাক সদৃশ পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। তবে তার পরিচয় বা পদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সুতরাং, অন্তত তিন মাস পুরোনো একটি সড়ক দুর্ঘটনার দৃশ্যকে গত ৮ মার্চে আন্তর্জাতিক নারী দিবসে ঘটা সড়ক দুর্ঘটনার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular