সম্প্রতি, “ছাত্র-জনতা’ নামক এই ডাকাত দলদের হাত থেকে কারো নিস্তার নাই। রুখে দাড়াও বাংলাদেশ’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এছাড়াও পোস্টটিতে #StepDownYounus, #Bangladesh, #JoyBangla এবং #HasinaForBangladesh হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। যার অর্থ দাঁড়ায় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ছাত্র-জনতা এভাবে ডাকাতি করছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়, বরং এটি ২০২২ সালের একজন ফুডপান্ডা রাইডারের সাথে ঘটা ছিনতাই এর ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ০৪ ডিসেম্বর ‘ঢাকার রাস্তায় যেভাবে সর্বস্ব হারালেন এই রাইডার’ শীর্ষক একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিও থেকে জানা যায়, সে বছরের ২৫ নভেম্বর ঢাকার ধানমন্ডি সেন্ট্রাল রোড আইডিয়াল কলেজের সামনে থেকে জনৈক ফুডপান্ডা রাইডার যুবকের মোবাইল, মানিব্যাগ এবং রাইডারের কাঁধের একটা ব্যাগসহ অনেক জিনিস নিয়ে যায়। ছিনতাইকারীরা চাপাতি দিয়ে ফুডপান্ডা রাইডারকে আঘাতও করে।
একই বিষয়ে Yeah TV নামক ইউটিউব চ্যানেলে ‘ঢাকার রাস্তায় যেভাবে সর্বস্ব হারালেন এই রাইডার’ শীর্ষক ভিডিও পাওয়া যায়।
সুতরাং, ২০২২ সালের ঢাকায় ছিনতাইয়ের ভিডিওকে সাম্প্রতিক ছাত্র-জনতার ডাকাতি দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।