সম্প্রতি, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পরিচালিত মেট্রোরেল সেবা ভ্যাটমুক্ত করায় ভাড়া কমেছে শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভ্যাটমুক্ত করায় মেট্রোরেলের ভাড়া কমার দাবিটি সঠিক নয়, বরং মেট্রোরেলের ওপর মূল্য সংযোজন কর আগে থেকেই অব্যাহতি ছিল, যার মেয়াদ সম্প্রতি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ০৬ জানুয়ারি “আরও এক বছরের জন্য মেট্রোরেলের টিকিটে ভ্যাট মওকুফ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৬ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক আদেশের মাধ্যমে মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট অব্যাহতি সুবিধা আরও এক বছরের জন্য বাড়িয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অব্যাহতি থাকবে।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০২৩ সালের শুরু থেকেই মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট আরোপের উদ্যোগ নেয় এনবিআর। ওই বছরের ২২ জানুয়ারি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের তৎকালীন কমিশনার শওকত আলী সাদী ভ্যাট আরোপের আহ্বান জানিয়ে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (মেট্রোরেল কোম্পানি) চিঠি দেন। পরে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকও হয়। তবে ভ্যাট আরোপ থেকে এনবিআর শেষ পর্যন্ত পিছিয়ে আসে। ২০২৩ সালের মে মাসে এনবিআর প্রজ্ঞাপন জারি করে জানায় যে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফ থাকবে। পরে এই সুবিধা অব্যাহত রাখা হয়।
পরবর্তী অনুসন্ধানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে ‘মেট্রোরেল সেবার উপর মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান’ শীর্ষক শিরোনামে একটি বিশেষ আদেশ খুঁজে পাওয়া যায়।
উক্ত বিশেষ আদেশে বলা হয়, যেহেতু মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন; মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘন্টা সাশ্রয়ে অগ্রনি ভূমিকা পালন করতেছে; মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে মেট্রোরেলের যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন।
জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, দ্রুতগামী, নিরাপদ, সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহণ ব্যবস্থা মেট্রোরেল সেবার উপর আরোপণীয় মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করলো।
এছাড়া, এই আদেশে উক্ত সিদ্ধান্তটি চলতি বছরের আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, মেট্রোরেল চালুর পর থেকেই মূল্য সংযোজন কর মওকুফ ছিল এবং সেই প্রেক্ষিতেই ভাড়া নির্ধারণ করা হয়েছিল। গত ০৬ জানুয়ারি এনআরবি একটি বিশেষ আদেশের মাধ্যমে শুধু সেই কর মওকুফের মেয়াদকাল আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। মেয়াদ বাড়ানোর সাথে ভাড়া হ্রাসবৃদ্ধির কোনো সম্পর্ক নেই।
তাছাড়া, এই সিদ্ধান্ত পরবর্তী সময়ে মেট্রোরেলের ভাড়া কমা বিষয়ক কোনো সিদ্ধান্তের তথ্যও পাওয়া যায়নি।
সুতরাং, ভ্যাটমুক্ত করায় মেট্রোরেলের ভাড়া কমার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।