HomeRumorscannerসড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীর নিহতের ঘটনাকে ডেঙ্গু মশার কামড়ে নিহত দাবিতে প্রচার

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীর নিহতের ঘটনাকে ডেঙ্গু মশার কামড়ে নিহত দাবিতে প্রচার


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তির দুইটি ছবি প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, “ডেঙ্গু মশার কামড়ে বৈষম্যবিরোধী আন্ডোলনের রাষ্ট্রপতি মারা গেছে। তোরা সব রাজুতে আই। আওয়ামী ডেঙ্গুমশাকে দেশছাড়া করবো।”

উল্লেখ্য যে, প্রচারিত ছবি দুইটির মধ্যে একটি ছবি হচ্ছে রাষ্ট্রপতি লেখা সম্বলিত পতাকার পাশে একজন ব্যক্তির বসা অবস্থায় ধারণকৃত এবং অপর ছবিটি নিহত অবস্থায় ধারণকৃত।

11111111 7

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিতে প্রদর্শিত ব্যক্তির নাম তানভীর আহমেদ রনি। তিনি ডেঙ্গু মশার কামড়ে বা সাম্প্রতিক সময়ে নিহত হননি বরং সড়ক দুর্ঘটনায় গত ১২ সেপ্টেম্বরে নিহত হয়েছেন।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবি দুইটির প্রথমটি অর্থাৎ রাষ্ট্রপতি লেখা সম্বলিত পতাকার সাথে উক্ত ব্যক্তির ধারণকৃত ছবিটির বিষয়ে অনুসন্ধান করলে জানা যায়, ছবিটি তানভীর আহমেদ রনি নামের এক ব্যক্তির। রিউমর স্ক্যানার টিম অনুসন্ধান করে তানভীর আহমেদ রনির ফেসবুক অ্যাকাউন্টটি খুঁজে পায় এবং তার অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে গত ০৭ আগস্টে উক্ত অ্যাকাউন্টটিতে একটি ভিডিও পোস্ট হতে দেখা যায়। উক্ত ভিডিওটি তানভীরের একাধিক ছবির সমন্বয়ে তৈরি করা হয়েছিল এবং উক্ত ছবিগুলোর মধ্যে আলোচিত উক্ত ছবিটিও পাওয়া যায়।

11111111 8
 Comparison : Rumor Scanner

এছাড়া, তার ফেসবুক অ্যাকাউন্টে গত ৫ আগস্টে পোস্ট হওয়া আরেকটি ছবি পাওয়া যায় যার সাথে আলোচিত ছবিটির সাদৃশ্য পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে আলোচিত প্রথম ছবিটি তানভীর রনির।

পরবর্তী অনুসন্ধানে নিহত ব্যক্তির ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘কচুয়া নিউজ ২৪’ নামের একটি ফেসবুক পেজে গত ১২ সেপ্টেম্বরে প্রচারিত একটি পোস্টে আরেকটি ছবির সাথে উক্ত ছবিটির সংযুক্তি পাওয়া যায়৷ ক্যাপশনে বলা হয়, “কচুয়া উপজেলার ১০ নং গোহাট উওর ইউনিয়নের পালগীরি গ্রামের মোঃ জাহেদ (দীপু) ও তার খালাতো ভাই  তানভির (রনি) আজ সন্ধ্যায় কুমিল্লা ঢাকা মহাসড়কের  দাউদকান্দির গৌরিপুর বাইক এক্সিডেন্টে ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।”

11111111 9
Comparison : Rumor Scanner

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার সংবাদমাধ্যম দৈনিক ইনকিলাবের ওয়েবসাইটে “সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কচুয়ার দুই শিক্ষার্থীর” শীর্ষক শিরোনামে ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বরে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, “সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চাঁদপুরের কচুয়ার দুই মেধাবী শিক্ষার্থীর। বৃহস্পতিবার (২০২৪ সালের ১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া পাখির ব্রীজের উপর উঠার সময় মালবাহী লরীর চাপায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন কচুয়া উপজেলার পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তানভীর আহমেদ রনি (২৬) এবং দুলাল মিয়ার ছেলে জাহিদ হাসান জিপু (২৫)। তারা দুইজনই ঢাকা কলেজের মেধাবী ছাত্র এবং খালাতো ভাই ।” উক্ত প্রতিবেদনটিতে নিহত হওয়া ব্যক্তি দুইজনের ছবিও সংযুক্ত করা হয় যেখানে তানভীর আহমেদ রনির ছবিরও সংযুক্তি পাওয়া যায়।

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনুসন্ধান করলেও সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ রনির নিহত হওয়ার বিষয়ে একাধিক পোস্ট পাওয়া যায় যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং গত সেপ্টেম্বর মাসের এবং তানভীর আহমেদ রনি ডেঙ্গু মশার কামড়ে নয় বরং, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সুতরাং, সড়ক দুর্ঘটনায় গত সেপ্টেম্বর মাসে নিহত হওয়া তানভীর আহমেদ রনির ছবি প্রচার করে সাম্প্রতিক সময়ে তিনি ডেঙ্গু মশার কামড়ে নিহত হয়েছে দাবিতে প্রচার করা হয়েছেন; যা মিথ্যা।

তথ্যসূত্র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular