HomeRumorscannerশেখ হাসিনা মানসিকভাবে অসুস্থ শীর্ষক কোনো মন্তব্য করেননি জয়, যমুনা টিভির নামে...

শেখ হাসিনা মানসিকভাবে অসুস্থ শীর্ষক কোনো মন্তব্য করেননি জয়, যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড


সম্প্রতি, “আমার মা মানসিকভাবে এখন অসুস্থ। তার কলরেকর্ডকে গুরুত্ব দেওয়ার কিছু নেই” শীর্ষক মন্তব্যটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয়ের দাবিতে যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

1 33

উক্ত ফটোকার্ড সম্বলিত প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) । 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘আমার মা মানসিকভাবে এখন অসুস্থ। তার কলরেকর্ডকে গুরুত্ব দেওয়ার কিছু নেই’ যমুনা টিভিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং যমুনা টিভি বা অন্য কোনো গণমাধ্যম কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো রয়েছে। উক্ত তথ্যের সূত্রে যমুনা টিভি‘র ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তবে, যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে ২৮ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডের বিষয়ে একটি পোস্ট পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটি ভুয়া উল্লেখ করে গণমাধ্যমটি জানায়, ‘যমুনা টিভি এমন সংবাদ প্রচার করেনি; গুজবে বিভ্রান্ত হবেন না’।

AD 4nXdDL oFgZKGOkM3Jks 0zPwMB9MX4XelnaGybj8u

পূর্বেও একই দাবিতে গুজব ছড়িয়ে পড়লে সে সময় এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular