HomeRumorscannerশেখ হাসিনা মহানবীর রওজা মোবারক জিয়ারত করছেন দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার 

শেখ হাসিনা মহানবীর রওজা মোবারক জিয়ারত করছেন দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার 


সম্প্রতি “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সৌদি আরবের মদিনায় মহানবীর রওজা শারিফ জিয়রতের পর মোনাজাতে অংশ নেন, এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন। #আলহামদুলিল্লাহ #আমার_নেত্রী_শেখ_হাসিনা #আমার_নেত্রী_আমার_অহংকার #আমার_নেত্রী_আবার_ফিরবে_ইনশাআল্লাহ #জয়_বাংলা_জয়_বঙ্গবন্ধু #বাংলাদেশ_আওয়ামী-লীগ #বাংলাদেশ_ছাত্রলীগ #bdtiktokofficial #unfrezzmyaccount #viralvideo #foryoupage” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে ৷

1 256

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানবীর রওজা জিয়ারতের কোনো ঘটনার নয়, বরং ২০২৩ সালের ঘটনাকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ইলেকট্রিক গণমাধ্যম ‘Rtv News’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০৫ নভেম্বর ‘মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করলেন প্রধানমন্ত্রী’ শীর্ষক শিরোনামে একই ঘটনা নিয়ে প্রকাশিত ‘একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

1 257
Comparison: Rumour Scanner 

পরবর্তীতে, উক্ত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূল ধারার গণমাধ্যম কালবেলার ২০২৩ সালের ০৬ নভেম্বর “মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ নভেম্বর (রোববার) স্থানীয় সময় দুপুরে তিনি মদিনায় পৌঁছান। এর পরই প্রধানমন্ত্রী পবিত্র মসজিদে নববীতে যান। সেখানে তিনি মহানবী (সা.)-এর রওজা জিয়ারত ও দোয়া করেন। মসজিদে নববীতে তিনি আসরের নামাজ আদায় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

একই বিষয়ে সেসময় দেশের মূলধারার একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদনে (১, ২,৩) প্রকাশিত হয়।

সুতরাং, ২০২৩ সালের ঘটনাকে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা মহানবীর রওজা মোবারক জিয়ারতের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর ।

তথ্যসূত্র 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular