সম্প্রতি, শেখ হাসিনা প্রাণহানি চায়নি তাই সে সাময়িক সময়ের জন্য দেশের বাইরে চলে গেছে শীর্ষক মন্তব্য র্যাব কর্মকর্তা করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং এটি জুলাই আন্দোলনের সময়ের। ভিডিওটিতে তৎকালীন র্যাব ১০-এর অধিনায়ক ফরিদ উদ্দিনকে শেখ হাসিনা প্রাণহানি চাননি তাই সাময়িক সময়ের জন্য দেশের বাইরে চলে গেছেন এমন মন্তব্য করতে দেখা যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানে বায়ান্ন টিভির লোগো যুক্ত এই ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে র্যাব ১০-এর অধিনায়ক ফরিদ উদ্দিনকে (সাবেক) বলতে দেখা যায়, কোনো সাধারণ শিক্ষার্থী নাই। সমস্ত সরকার বিরোধী লোকজন এখানে আসছে রাস্তায়। এরা কারা প্রশ্নের জবাবে তিনি বলেন, এরা বিএনপি-জামায়াতের লোকজন।
তাকে আরও বলতে দেখা যায়, আমরা কোনো মানুষের প্রাণহানি চাইনা, এটা হচ্ছে আমাদের মূল কথা। আমরা যদি প্রাণ হানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম ১০ মিনিট লাগবে।
তবে, শেখ হাসিনা প্রাণহানি চায়নি তাই সে সাময়িক সময়ের জন্য দেশের বাইরে চলে গেছে শীর্ষক মন্তব্য করতে দেখা যায়নি।
উক্ত তথ্যের সূত্র ধরে বায়ান্ন টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৮ জুলাই ‘কোন সাধারণ শিক্ষার্থী নেই, সব বিএনপি-জামায়াতের : অধিনায়ক র্যাব-১০ | Rab | Quota Movement’ ক্যাপশনে প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির শুরুর ১৬ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটি থেকে জানা যায়, এটি ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলনের সময়ের ভিডিও। ভিডিওটিতে তৎকালীন র্যাব ১০-এর অধিনায়ক ফরিদ উদ্দিন ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে আন্দোলন ক্লিয়ার করতে ১০ মিনিট লাগবে বলেছিলেন এবং আন্দোলনে সমস্ত লোকজন বিএনপি-জামায়াতের দাবি করেছিলেন।
একই ঘটনার ভিডিও একই তারিখে আরটিভির ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়।
অর্থাৎ, এই ভিডিওর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
তাছাড়া, র্যাব কর্মকর্তা ফরিদ উদ্দিন বিষয়ে জাতীয় দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে গত ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেন, ‘অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন ২ ফেব্রুয়ারি থেকে পলাতক আছেন। আমরা তাকে খুঁজছি।’
একই ধরনের তথ্য জানিয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশন্স) রেজাউল করিম বলেন, ‘বেশ কয়েকটি হত্যা মামলার আসামি ফরিদ উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।’
সুতরাং, জুলাই আন্দোলনের সময়ের ভিডিও দিয়ে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা প্রাণহানি চায়নি তাই সে সাময়িক সময়ের জন্য দেশের বাইরে চলে গেছে শীর্ষক মন্তব্য র্যাব কর্মকর্তা করেছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র