HomeRumorscannerশেখ হাসিনার সাম্প্রতিক হজ পালনের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের

শেখ হাসিনার সাম্প্রতিক হজ পালনের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের


সম্প্রতি “খালা এখন হজ্জে” শীর্ষক দাবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হজ পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

1 69

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার হজ পালনের দৃশ্যের নয়, বরং এটি ২০২৩ শেখ হাসিনার ওমরাহ হজ পালনের ঘটনায় ধারণকৃত ভিডিও। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরু আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দাবিটির সপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

পরবর্তীতে আলোচিত ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ইলেকট্রনিক গণমাধ্যম ‘Rtv News’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৬ নভেম্বর “মক্কায় পবিত্র ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা | Sheikh Hasina | Rtv News” শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির স্থান, পারিপার্শ্বিক অবস্থা ও ভিডিও থাকা ব্যক্তিদের মিল রয়েছে। 

1 70
Comparison: Rumor Scanner

উক্ত ভিডিও থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে ডেইলি স্টারের ওয়েবসাইটে ২০২৩ সালের ৬ নভেম্বর ‘PM performs Umrah in Makkah’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়৷ 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় তিন দিনের সরকারি সফরে সৌদি আরবে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মক্কায় পবিত্র মসজিদ মসজিদুল হারামে ওমরাহ পালন করেছেন। প্রধানমন্ত্রী প্রথমে তার ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে কাবা শরীফের চারদিক ‘তাওয়াফ’ এবং ‘সাফা-মারওয়া’ সায়ী করেন। 

এছাড়া, সেসময় দেশের অন্যান্যগণমাধ্যমগুলোও এ বিষয়ে সংবাদ প্রতিবেদন (১,২,৩) প্রকাশ করে। 

সুতরাং, শেখ হাসিনার ২০২৩ সালের ওমরাহ হজ পালনের দৃশ্যকে তার সাম্প্রতিক সময়ের হজ পালনের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular