সম্প্রতি, গত ২ মার্চ মূলধারার গণমাধ্যম যুগান্তর এর ওয়েবসাইটে “রোজার মধ্যে একাধিক ছাত্রকে বলাৎকার, মাদ্রাসাশিক্ষক গ্রেফতার” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দাবিতে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের আদলে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে ৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে ‘রোজার মধ্যে একাধিক ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার’ শীর্ষক শিরোনামে যুগান্তরে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি, বরং ২০২১ সালে যুগান্তরে উক্ত শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের তারিখ পরিবর্তন করে সাম্প্রতিক সময়ের সংবাদ দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত স্ক্রিনশটটির রিভার্স ইমেজ সার্চ করে মূলধারার গণমাধ্যম যুগান্তর এর ওয়েবসাইটে ২০২১ সালের ২১ মে “রোজার মধ্যে একাধিক ছাত্রকে বলাৎকার, মাদ্রাসাশিক্ষক গ্রেফতার” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন প্রকাশের তারিখ ও সময় ব্যতীত বাকি অংশের সাথে আলোচিত প্রতিবেদনের স্ক্রিনশটের হুবহু মিল রয়েছে। তবে, সাম্প্রতিক সময়ে যুগান্তর আলোচিত দাবি সম্বলিত কোনো সংবাদ প্রকাশ করেনি।

অর্থাৎ, উক্ত প্রতিবেদনের তারিখ সম্পাদনা করে আলোচিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
একই বিষয়ে সেসময় দেশের মূলধারার একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন (১, ২,৩) প্রকাশিত হয়।
তবে, সাম্প্রতিক সময়ে আলোচিত দাবি সম্বলিত কোনো সংবাদ দেশের গণমাধ্যমগুলোতে খুঁজে পাওয়া যায় নি।
সুতরাং, ২০২১ সালে ‘রোজার মধ্যে একাধিক ছাত্রকে বলাৎকার, মাদ্রাসাশিক্ষক গ্রেফতার’ শীর্ষক শিরোনামে যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনের তারিখ পরিবর্তন করে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পাদিত।
তথ্যসূত্র