HomeRumorscannerশাহরুখ-গৌরীর ভাইরাল ছবি দুটি এআই নির্মিত

শাহরুখ-গৌরীর ভাইরাল ছবি দুটি এআই নির্মিত


সম্প্রতি, বলিউড তারকা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের পৃথক দুটি ছবি ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে।

ইন্টারনেটে ভাইরাল এসব পোস্টে দাবি করা হয়েছে, গৌরী খান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কোনো কোনো পোস্টে বলা হয়েছে, তারা হজে গিয়েছেন।

00 19

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের ভাইরাল এই ছবি দুটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের মুসলিম হওয়ার কিংবা সাম্প্রতিক সময়ে তাদের হজে যাওয়ার দাবির সত্যতা পাওয়া যায়নি। তবে তিনি শাহরুখ খানের সাথে বিয়ের পর থেকেই নামের শেষে ‘খান’ পদবি ব্যবহার করেন।

এছাড়া প্রচারিত ছবি দুটি সন্দেহজনক মনে হলে রিউমর স্ক্যানার টিম ছবি দুটি ভালোভাবে পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণে কিছু অসংগতি ধরা পড়ে, যা সাধারণত এআই-নির্মিত ছবিতে দেখা যায়। যেমন- চুলের গঠন ও ছবির এক্সপ্রেশন। সাধারণত এআই নির্মিত ছবিতে চুলের গঠন এমন দেখা যায়।

বিষয়টি নিশ্চিত হতে ছবি দুটি পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার টিম।

ছবি যাচাই-১

ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ট্রুমিডিয়া ব্যবহার করে রিউমর স্ক্যানার টিম আলোচিত প্রথম ছবিটি বিশ্লেষণ করে। ট্রুমিডিয়ার বিশ্লেষণে দেখা যায় যে, আলোচিত ছবিতে ম্যানিপুলেশন বা কারসাজির উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে।

00 20
Screenshot: True Media

তাছাড়া, বিষয়টি আরও নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট HIVE MODERATION এর সাহায্য নেওয়া হয়। এই ওয়েবসাইটের বিশ্লেষণেও ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার পক্ষে ৯৯.৮% পর্যন্ত নিশ্চিত ফলাফল পাওয়া গেছে।

00 21
Screenshot: HIVE MODERATION

ছবি যাচাই-২

ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ট্রুমিডিয়া ব্যবহার করে রিউমর স্ক্যানার টিম আলোচিত দ্বিতীয় ছবিটি বিশ্লেষণ করে। ট্রুমিডিয়ার বিশ্লেষণে দেখা যায় যে, আলোচিত ছবিতে ম্যানিপুলেশন বা কারসাজির উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে।

00 22
Screenshot: True Media

তাছাড়া, বিষয়টি আরও নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট HIVE MODERATION এর সাহায্য নেওয়া হয়। এই ওয়েবসাইটের বিশ্লেষণেও ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার পক্ষে ৯৯.৯% পর্যন্ত নিশ্চিত ফলাফল পাওয়া গেছে।

00 23
Screenshot: HIVE MODERATION

অর্থাৎ, শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের ভাইরাল এই ছবি দুটি বাস্তব নয়।

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি শাহরুখ খান ও গৌরী খানের পৃথক দুটি ছবি বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular