সম্প্রতি, *শাহবাগে গণধোলাইয়ের শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ* বিস্তারিত কমেন্টে’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শাহবাগে গণধোলাইয়ের শিকার হননি হাসনাত আবদুল্লাহ বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে sadhinnews247 নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে শাহবাগে গণধোলাইয়ের শিকার হয়েছেন হাসনাত আবদুল্লাহ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে গতকাল (১২ মার্চ)।
কথিত এই সংবাদে দাবি করা হয়, ‘রাজধানীর শাহবাগ চত্বরে চলমান আন্দোলনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গণধোলাইয়ের শিকার হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গত কয়েকদিন ধরে শাহবাগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছিলেন। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীদের জন্য নিরাপদ সমাজ গঠনের দাবি জানাচ্ছিলেন।
বুধবার (১২ মার্চ) দুপুরে শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বাধীন গোষ্ঠীর বাগ্বিতণ্ডা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসনাত আব্দুল্লাহ ও তার সমর্থকরা আন্দোলনরত শিক্ষার্থীদের দোষারোপ করতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা হাসনাত আব্দুল্লাহকে ঘিরে ধরে মারধর শুরু করে। পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসনাত আব্দুল্লাহকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে শাহবাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।” একজন প্রত্যক্ষদর্শী বলেন, “হাসনাত আব্দুল্লাহ যখন আমাদের আন্দোলন নিয়ে কটূক্তি করছিলেন, তখন শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। কিছু লোক ধাক্কাধাক্কি শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”’
এছাড়া, regular360.xyz নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইট থেকেও হাসনাতকে জড়িয়ে একই সংবাদ প্রকাশ করা হয়েছে।
গত কয়েক দিন ধরে শাহবাগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে। গত ১২ মার্চ দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। এসব কর্মসূচি ঘিরে হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ পাওয়া যায়নি।
হাসনাতের ফেসবুক পোস্ট পর্যবেক্ষণ করেও এমন কোনো তথ্যের সত্যতা মেলেনি। গত ১২ মার্চ বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময় শাহবাগ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ডসহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল বলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ।
এছাড়া, শাহবাগে হাসনাত আবদুল্লাহকে গণধোলাইয়ের মতো ঘটনা ঘটলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। তবে, দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়নি।
সুতরাং, হাসনাত আব্দুল্লাহর শাহবাগে গণধোলাইয়ের শিকার হওয়ার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র