সম্প্রতি, অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং বিএনপির সাবেক সংসদ সদস্য ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার একটি ছবি ব্যবহার করে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ‘নারী দুই অথচ পুরুষের ছোঁয়া অগণিত’ শীর্ষক শিরোনামে একটি পোস্ট করেছেন দাবিতে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মেহের আফরোজ শাওন ও রুমিন ফারহানাকে নিয়ে করা উপদেষ্টা ড. আসিফ নজরুলের পোস্ট দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি আসল নয়। প্রকৃতপক্ষে, নারী দিবস উদযাপনে সম্প্রতি ফ্রান্স অ্যাম্বাসেডরের বাসভবনে যান শাওন ও রুমিন ফারহানা। সে মুহুর্তে ধারণ করা তাদের একটি ছবি ব্যবহার করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ড. আসিফ নজরুলের পোস্ট দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি পর্যালোচনা করে দেখা যায়, ওই পোস্টটি চার দিন আগে করা হয়েছে। এদিকে আলোচিত দাবিটি গত ১১ তারিখ থেকে ফেসবুকে প্রচার হয়ে আসছে। সে বিবেচনায় ড. আসিফ নজরুলের পোস্টটি গত ৭ মার্চের হওয়ার সম্ভাবনা রয়েছে।
কিন্তু উপদেষ্টা ড. আসিফ নজরুলের ফেসবুক পেজ পর্যালোচনা করে সেসময় বা তার আগে ও পরের পোস্টগুলো পর্যালোচনা করেও এমন কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে মেহের আফরোজ শাওন ও রুমিন ফারহানার ছবিটির বিষয়ে অনুসন্ধানে শাওনের ফেসবুক প্রোফাইল পর্যালোচনার মাধ্যমে গত ১০ মার্চ প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

নারী দিবস উদযাপন উপলক্ষ্যে তিনিসহ বেশ কয়েকজন নারীর ফ্রান্স অ্যাম্বাসেডরের বাসভবনে যাওয়ার ছবি পোস্টটিতে দেখতে পাওয়া যায়। উক্ত পোস্টেই রুমিন ফারহানার সাথে তার আলোচিত ছবিটিও খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে তিনি বলেন, ‘বহুবছর পর কলেজের বন্ধুর সাথে’।

অর্থাৎ, ড. আসিফ নজরুলের পোস্ট দাবিতে প্রচারিত স্ক্রিনশটটিতে দেখতে পাওয়া তারিখেরও বেশ পরে মেহের আফরোজ শাওন ছবিটি প্রচার করেছেন। এছাড়াও আন্তর্জাতিক নারী দিবসের দিন অর্থাৎ ৮ মার্চও যদি ছবিটি ধারণ করা হয়। তবুও ড. আসিফ নজরুলের পোস্ট দাবিতে প্রচারিত স্ক্রিনশটটির তারিখের সাথে অসামঞ্জস্যতা থাকে।
সুতরাং, উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল তার ফেসবুক পেজে মেহের আফরোজ শাওন এবং রুমিন ফারহানাকে নিয়ে আপত্তিকর শিরোনামে পোস্ট করেছেন দাবিতে ফেসবুকে প্রচারিত স্ক্রিনশটটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Meher Afroz Shaon Facebook Post