সম্প্রতি, রাজধানী ঢাকার লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিক লাঞ্ছিতের ঘটনা ঘটে। এ নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার বক্তব্যের প্রতিবাদে ০৩ মার্চ ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশে’র ব্যানারে একদল বিক্ষোভকারী লালমাটিয়ার বিক্ষোভ প্রদর্শন করে। উক্ত বিক্ষোভের একটি প্ল্যাকার্ডে “আমার দেশ আমার রাস্তা আমার গন্ধ” শীর্ষক বাক্য লেখা ছিল দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত বিক্ষোভের প্ল্যাকার্ডটিতে “আমার দেশ আমার রাস্তা আমার গন্ধ” শীর্ষক বাক্য লেখা ছিল না বরং উক্ত পোস্টারে থাকা “আমার দেশ আমার রাস্তা আমার অধিকার” শীর্ষক বাক্যের ‘আমার অধিকার’ অংশটুকু ডিজিটাল প্রযুক্তির সহায়তায় মুছে দিয়ে ‘আমার গন্ধ’ শীর্ষক শব্দদ্বয় যুক্ত করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বাংলা সংস্করণের ওয়েবসাইটে গত ০৩ মার্চ প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনে এ সংক্রান্ত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যে প্ল্যাকার্ডটি দেখা যাচ্ছে তাতে “আমার দেশ আমার রাস্তা আমার গন্ধ” শীর্ষক বাক্য নেই। তাছাড়া আলোচিত ছবির সাথে এই ছবির পারিপার্শ্বিক সকল উপাদানের মিল রয়েছে। প্ল্যাকার্ডে মূলত লেখা রয়েছে, “আমার দেশ আমার রাস্তা আমার অধিকার।”

বিবিসি বাংলার প্রতিবেদন থেকে জানা যায়, লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনার জের ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষোভকারীরা।
লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিক লাঞ্ছিতের ঘটনার পরদিন সাংবাদিকরা ওই ঘটনার বিষয়ে জনাব জাহাঙ্গীরের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যতটুকু জেনেছি তারা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। তারা বাধা দেওয়ায়, তাদের ওপর চা ছুড়ে মেরেছিল।’
তিনি বলেন, ‘পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে।’
স্বরাষ্ট্র উপদেষ্টার ওই বক্তব্যের প্রতিবাদে সোমবার ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশে’র ব্যানারে একদল বিক্ষোভকারী লালমাটিয়ার ওই জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে। সেখানে তারা দুই তরুণী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদ জানান।
দেশের অন্যান্য গণমাধ্যমের এ সংক্রান্ত প্রতিবেদনেও একই ছবি রয়েছে৷
সুতরাং, লালমাটিয়ায় তরুণী লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভের প্ল্যাকার্ডে “আমার দেশ আমার রাস্তা আমার গন্ধ” শীর্ষক বাক্য লেখা ছিল দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।