সম্প্রতি, রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও কর্মীদের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে একটি কক্ষে দুইজন নারী ও পুরুষকে নৃত্য করতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের নয় বরং, অন্তত ২০২২ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ভিডিওকে তাদের সঙ্গে জড়িয়ে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Masti with Dice’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৪ নভেম্বর ‘Indian Girl Hostel Party | Party in Dubai | Night Club | Tiktoker | Girls Hostel Ki Masti| BTS 2023’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওর ক্যাপশন অনুযায়ী, এটি একটি ভারতীয় মেয়েদের হোস্টেল পার্টির দৃশ্য। এছাড়া, একই ভিডিও বিভিন্ন সময়ে ভারতীয় দাবিতে প্রচার হতে দেখা গেছে (১,২)।
ভিডিওটির সঠিক প্রেক্ষাপট নিশ্চিত করা সম্ভব না হলেও এটি নিশ্চিত যে, এটি সাম্প্রতিক নয় এবং এর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কারণ, ভিডিওটি অন্তত ২০২২ সাল থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে, অথচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছে ২০২৪ সালের জুলাইয়ে।
সুতরাং, দুই তরণ-তরণীর ব্যক্তিগত মুহূর্তের আলোচিত ভিডিওটি রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের শীর্ষক দাবিটি মিথ্যা।