HomeRumorscannerমুক্তিযুদ্ধে ধর্ষিতাদের নিয়ে মেজর ডালিমের নামে ভুয়া মন্তব্য প্রচার

মুক্তিযুদ্ধে ধর্ষিতাদের নিয়ে মেজর ডালিমের নামে ভুয়া মন্তব্য প্রচার


প্রবাসী সাংবাদিক ও অনলাইন এক্টিভিস্ট ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে গত ০৫ জানুয়ারি কথা বলেছেন দীর্ঘদিন আত্নগোপনে থাকা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনের ঘটনায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম) বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি। উক্ত লাইভ টকশোতে ডালিম ততকালীন রাজনীতি এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন আলাপ করেন। এসময় সাংবাদিক ইলিয়াস হোসেন মুক্তিযুদ্ধে ২ লাখ নারীর সম্ভ্রমহানির বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি মাত্র দুইজন নারীকে চিনি যাদের সম্ভ্রমহানি হয়েছে।

এর প্রেক্ষিতে ডালিম, ‘১৯৭১ এ দুই জন নারী ধর্ষিত হইসিলো, একটা আমার মা, আরেকটা আমার বউ নিম্মি। এর বাইরে তো কাউকে দেখি নাই।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক আমার দেশ এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

00 37

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, টকশোতে শরিফুল হক ডালিম ‘১৯৭১ এ দুই জন নারী ধর্ষিত হইসিলো, একটা আমার মা, আরেকটা আমার বউ নিম্মি। এর বাইরে তো কাউকে দেখি নাই।’ শীর্ষক মন্তব্য করেননি এবং দৈনিক আমার দেশও উক্ত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশ এর ফটোকার্ডের আদলে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে দৈনিক আমার দেশ এর লোগো ব্যবহার করা হয়েছে এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ৬ জানুয়ারি, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্রে দৈনিক আমার দেশ’র অফিশিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত তথ্য সম্বলিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্যকোনো গণমাধ্যমেও এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও পর্যালোচনা করে দেখ যায়, আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সাথে দৈনিক আমার দেশ-এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ফন্টের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে।

00 38
Photocard Comparison by Rumor Scanner 

পাশাপাশি ফটোকার্ডটির বিষয়ে জানতে দৈনিক আমার দেশ পত্রিকার নিউজ এডিটর ইলিয়াস হোসাইন-এর সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, ‘আমার দেশ’ এ এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশিত হয়নি।

পরবর্তীতে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং শরিফুল হক ডালিম-এর আলোচিত লাইভ টকশোটি পর্যালোচনা করেও তাকে এমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

অর্থাৎ, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে শরিফুল হক ডালিম এর নামে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

সুতরাং, শরিফুল হক ডালিম ‘১৯৭১ এ দুই জন নারী ধর্ষিত হইসিলো, একটা আমার মা, আরেকটা আমার বউ নিম্মি। এর বাইরে তো কাউকে দেখি নাই।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে দৈনিক আমার দেশ-এর লোগো সম্বলিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Analysis
  • Statement of Elias Hossain, News Editor, Daily Amar Desh
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular