Homeentertainmentমিথিলাকে খোঁচা দিলেন তাহসানের নতুন বউ?

মিথিলাকে খোঁচা দিলেন তাহসানের নতুন বউ?


01
বিশ্বাস-বন্ধুত্ব আর সম্মানই দাম্পত্যের শেষ কথা! বিয়ে করেই জানালেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বউ। তবে কি তাহসানের প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে খোঁচা দিলেন রোজা আহমেদ?

দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রে তাহসান খানের দ্বিতীয় বিয়ে আর নতুন বউ। সবাইকে চমকে দিয়ে শনিবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মিথিলার প্রাক্তন স্বামী। মেয়ের বয়স এখন ১১, নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিলেন গায়ক-অভিনেতা।
Tahsan

শনিবার সন্ধ্যায় নতুন বউকে বাহুডোরে আগলে বিয়ের সুখবর দেন তাহসান। শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি, তার ফেসবুক পোস্টের লাইক সংখ্যা ইতোমধ্যেই ১৪ লাখ পার করেছে। এদিকে, রোববার (০৫ জানুয়ারি) বিয়ের একগুচ্ছ অদেখা ছবি পোস্ট করলেন তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ।

Screenshot 501

রোজার ছন্দের মুগ্ধতায় জীবনের সুর সাজাচ্ছেন তাহসান। বরের জন্য রোজা লিখলেন, ‘আমি এমন পুরুষ খুঁজে পেয়েছি, যে অমায়িক। সে শুধু চেয়েছে বিশ্বাস, সম্মান আর আজীবনের বন্ধুত্ব। আমি কথা দিয়েছি এই সবকিছুতে ওকে ভরিয়ে দেব এবং অবশ্য সেই আমার জীবনের শান্তির ঠিকানা… সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’।

বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় থেকে মিথিলার সঙ্গে প্রেম তাহসানের, ২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন এই শিল্পী। কিন্তু ১১ বছর পর ঘর ভাঙে দুজনের। ২০১৭ সালে ডিভোর্স হয় তাদের। সেই সময় মিথিলার পরকীয়ার গুঞ্জন রটেছিল। রোজার এই পোস্টে তাই অন্যরকম গন্ধ পাচ্ছেন নিন্দুকরা।

Screenshot 502
তাহসানের দ্বিতীয় বিয়ের খবর নিয়ে যখন এত আলোচনা, তখন সোশ্যাল মিডিয়ায় মেয়ে আইরার সঙ্গে একটি মিষ্টি সেলফি শেয়ার করেন মিথিলা। সাদা জামদানিতে সৃজিত ঘরণী। লাল-নীল পোশাকে মিরর সেলফিতে মগ্ন ১১ বছরের তাহসানকন্যা। ইতোমধ্যেই মায়ের মাথা ছুঁয়েছে সে।

Screenshot 503

কাকতালীয়ভাবে ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত-মিথিলার বিয়ের দিনও মেয়ে আইরার সঙ্গে একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তাহসান। বিচ্ছেদ হলেও আইরার বাবা-মা হিসাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দুজনের।

Screenshot 504

প্রাক্তনের দ্বিতীয় বিয়ের দিন মেয়েকে নিয়েই সময় কেটেছে মিথিলার, তা স্পষ্ট। মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে মিথিলা বলেছিলেন, তাহসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার। যদিও সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন স্বামীকে বিয়ের শুভেচ্ছা জানাননি অভিনেত্রী।

Screenshot 505

তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা বর্তমানে নিউইয়র্ক নিবাসী ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। একটা সময় অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল বরিশালের এই মেয়ের। কিন্তু তা আর পূরণ হয়নি। এদিকে, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বয়সের ফারাক নিয়েও কম কটাক্ষ শুনতে হচ্ছে না তাহসানকে। যদিও সেসবে কান দিচ্ছেন না অভিনেতা-গায়ক।
Screenshot 506

রোজার জন্য তাহসানের বার্তা, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন….ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে? ’

Download

Full Video



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular