Homeentertainmentমাদক কাণ্ডে যুক্তের বিষয়ে যা বললেন তানজিন তিশা

মাদক কাণ্ডে যুক্তের বিষয়ে যা বললেন তানজিন তিশা


print news

বিনোদন ডেস্ক:: ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
received 766655201962718
সম্প্রতি মাদক সম্পৃক্ততায় তানজিন তিশাসহ চারজন অভিনেত্রীর নাম উঠে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অনুসন্ধানে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ব্যাপক আলোচনা-সমালোচনা করেছেন।

এদিকে সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তানজিন তিশা। যেখানে মাদক সম্পৃক্ততায় যুক্ত থাকার বিষয়ে নিউজ করায় সাংবাদিকদের উদ্দেশ্য তিশা বলেন, কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই-বাছাই না করে সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না।

‘মাঝেমধ্যেই যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা লিখেন তখন আপনাদের একটা বার মাথায় আসে যে, একজন শিল্পীর এটা পেশা কিন্তু তার পেছনে তার একটা ব্যক্তিগত জীবন আছে। যে ব্যক্তিগত জীবনে তার পরিবার আছে তার সমাজ আছে বাবা-মা আছে ভাইবোন আছে।’
add fresh
এরপর অভিনেত্রী কথায়, ‘আসলে তাদের উপরে কী যায় সেই ব্যাপারটা যদি আমরা একটা বার চিন্তা করি তাহলে আসলে অনেক নেগেটিভ হেডলাইন অনেক নেগেটিভ নিউজ অনেক কিছু না আমরা আসলে আটকাতে পারবো।’
12041317611342133524
সিজেএফবি অ্যাওয়ার্ড তিশা তার বাবাকে উৎসর্গ করে বলেন, ‘তিন বছর আগে আমি বাবাকে হারিয়েছি, এটা এখনও বিশ্বাস করতে খুব কষ্ট হয় তবে এখন এটা শুনে স্বাতি অনুভব করি এটা চিন্তা করে যে বাবা হয়ত এখন বেঁচে থাকলে এ সামাজিক যোগাযোগ মাধ্যমের টক্সিক ব্যাপারগুলো দেখতে হতো। আমি আমার বাবাকে কখনও অ্যাওয়ার্ড উৎসর্গ করি নি। এই অ্যাওয়ার্ড বাবা তোমার জন্য।’



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular