HomeRumorscannerভিন্ন নারীকে মেজর ডালিমের স্ত্রী দাবি 

ভিন্ন নারীকে মেজর ডালিমের স্ত্রী দাবি 


১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় খুনের ঘটনায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম)। সম্প্রতি দৈনিক ইত্তেফাক তার স্ত্রীর ছবি দাবিতে এক নারীর ছবি তাদের ইউটিউব চ্যানেলে প্রচার করেছে। 

00 25

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে থাকা নারী মেজর ডালিমের স্ত্রী নন বরং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমানের পুরোনো একটি ছবি মেজর ডালিমের স্ত্রী দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর “বীরের এ রক্তস্রোত, বাংলার ইকারুস“ এ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি খুঁজে পাওয়া যায়।

উক্ত ছবির সাথে মেজর ডালিমের স্ত্রী দাবিতে প্রচারিত ভিডিওর নারীর মিল খুঁজে পাওয়া যায়।

00 26
 Comparison by Rumor Scanner

প্রতিবেদন থেকে জানা যায়, ছবির এই নারী বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান।

উল্লেখ্য, পূর্বেও একইরকম দাবিটি ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular