গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়। এর মধ্যেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসের সামনে শেখ হাসিনার উপস্থিতির দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ভবনের সামনে কালো একটি গাড়ি দাঁড়িয়ে আছে, যার সামনের যাত্রী আসনে একজন নারীর অবয়ব অস্পষ্টভাবে দেখা যাচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ভারতের রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসের সামনে শেখ হাসিনার সাম্প্রতিক উপস্থিতির ভিডিও নয় বরং, এটি পাকিস্তানের পিএমএল-এন নেত্রী মরিয়ম নওয়াজের ২০১৭ সালের একটি ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে পাকিস্তানের সংবাদমাধ্যম বোল নেটওয়ার্কের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৩ সালের ১২ এপ্রিল প্রকাশিত একটি পোস্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই পোস্টের ক্যাপশন অনুযায়ী, ভিডিওটি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রধান সংগঠক মরিয়ম নওয়াজের উমরাহ পালনের উদ্দেশ্যে বিএমডব্লিউ গাড়িতে করে বাড়ি থেকে বের হওয়ার দৃশ্য।

ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, ভিডিওতে থাকা গাড়িটির নম্বর প্লেট ‘LE 4114’। পাকিস্তানের যানবাহন নিবন্ধন পদ্ধতি অনুযায়ী, ‘LE’ দিয়ে শুরু হওয়া নম্বর প্লেট লাহোরে নিবন্ধিত গাড়িকে নির্দেশ করে।
এ বিষয়ে আরও অনুসন্ধানে স্টক ইমেজ ওয়েবসাইট গেটি ইমেজেসে ২০১৭ সালের ১৩ অক্টোবর আপলোড করা একটি ছবিতেও একই নম্বর প্লেট সংবলিত গাড়ির ছবি পাওয়া যায়। ছবির বিবরণ অনুযায়ী, এটি ২০১৭ সালে দুর্নীতির মামলায় আদালতে হাজিরার সময় মরিয়ম নওয়াজের ব্যবহৃত গাড়ি।
সুতরাং, পাকিস্তানের একটি পুরোনো ভিডিও ভারতের রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে শেখ হাসিনার সাম্প্রতিক উপস্থিতির দাবি করে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।