HomeRumorscannerভারতের ২০১৭ সালের ধর্ষণের ঘটনা বাংলাদেশের দাবিতে প্রচার

ভারতের ২০১৭ সালের ধর্ষণের ঘটনা বাংলাদেশের দাবিতে প্রচার


সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে এমন অভিযোগে সমালোচনা চলছে সর্বত্র। এরই প্রেক্ষিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যাতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তার ফুটপাতে প্রকাশ্যে এক নারীকে ধর্ষণ করছেন। দাবি করা হচ্ছে, এটি রাজধানী ঢাকার দৃশ্য।

1 618

উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাস্তার ফুটপাতে প্রকাশ্যে নারীকে ধর্ষণের এই ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতে ২০১৭ সালে মাতাল এক ব্যক্তি কর্তৃক উক্ত নারীকে ধর্ষণের ঘটনার ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে Logical Soch নামের একটি চ্যানেলে ২০১৭ সালের ২৬ অক্টোবর প্রকাশিত একই ঘটনার ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও থেকে জানা যায়, সে সময় ভারতের বিশাখাপত্তম (ভিজাগ) শহরে রেলওয়ে স্টেশনের কাছে রাস্তায় প্রকাশ্যে একজন মাতাল ব্যক্তি এক নারীকে ধর্ষণ করার ভিডিও এটি। একজন অটো ড্রাইভার এই ভিডিওটি ধারণ করেন। ভিডিওতে দাবি করা হয়, ধর্ষণের শিকার ওই নারী মানসিক প্রতিবন্ধী একজন ভিক্ষুক। 

1 619
Comparison: Rumor Scanner 

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ২০১৭ সালের ২২ অক্টোবর ঘটে। ভারতের মূল ধারার গণমাধ্যমগুলোতেও সে সময় ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এনডিটিভি জানায়, এই ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ। 

অর্থাৎ, ঘটনাটি যে বাংলাদেশের নয় তা নিশ্চিত। 

সুতরাং, ভারতে ফুটপাতে প্রকাশ্যে ২০১৭ সালের ধর্ষণের ঘটনার ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।  

তথ্যসূত্র 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular