HomeRumorscannerভারতীয় সন্দেহে নয়, দুজন ইরানি নাগরিক ছিনতাইকারী সন্দেহে হামলার শিকার 

ভারতীয় সন্দেহে নয়, দুজন ইরানি নাগরিক ছিনতাইকারী সন্দেহে হামলার শিকার 


সম্প্রতি রাজধানীর বসুন্ধরা এলাকায় একটি মারধরের ঘটনার প্রেক্ষিতে ‘ভারতীয় নাগরিক ভেবে দুই ইরানি নাগরিকের উপর হামলা’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ 

1 200

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বসুন্ধরা এলাকায় মারধরের শিকার ওই দুই ইরানি নাগরিককে ভারতীয় সন্দেহে নয় বরং ছিনতাইকারী সন্দেহে মারধর করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে ই-পেপার বাংলাদেশ বুলেটিনের ফেসবুক পেজে গত ০৭ মার্চ প্রকাশিত পোস্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া গেছে৷ 

1 201
Comparison: Rumor Scanner 

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ০৪ মার্চ দুপুরে মানি একচেঞ্জ করার জন্য বসুন্ধরা এলাকায় যান ইরানি নাগরিক আহমেদ (৭৪) ও  মেহেদী (১৮)। এসময় আশেপাশের লোকজন মব তৈরি করে  ছিনতাইকারী সন্দেহে তাদের গণপিটুনি দিয়ে তাদের আহত করে৷ 

পরবর্তীতে, একই ঘটনায় গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ওয়েবসাইটে ০৫ মার্চ ‘বসুন্ধরায় ছিনতাইয়ের সন্দেহে দুই ইরানি নাগরিকের ওপর হামলার ঘটনায় আটক ২’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়৷ 

1 202
Screenshot: Website 

সুতরাং, বসুন্ধরা আবাসিক এলাকায় দুইজন ইরানি নাগরিকের ছিনতাইকারী সন্দেহে হামলার শিকারের ঘটনাকে ভারতীয় সন্দেহে হামলা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular