সম্প্রতি, আমি মোছা:বেদেনা বেগম,আমি পেশায় একজন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকা।আমার স্বামী মো:কামাল হোসেন গ্রামের ছোট মুদি দোকানি।আমার মেয়ে মোছা : জান্নাতুন সাফরা,৮ম শ্রেণীর ছাত্রী।চিলমারী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে।আজ দুই মাস যাবত আমার মেয়ে ব্লাড ক্যান্সার এর সাথে লড়াই করছে,বর্তমানে রংপুর মেডিকেল এ ক্যান্সার বিভাগে ভর্তি আছে। উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়ার চেন্নাইয়ে নিতে ডাক্তারগন পরামর্শ দিয়েছেন।অনেক টাকা প্রয়োজন(১০/১১)লক্ষ টাকা দরকার। সাহায্য করতে আমার নাম্বারে যোগাযোগ করুন।(বিকাশ + নগদ)একাউন্ট আমার নামে করা আছে।(মোছা বেদেনা বেগম)
বিকাশ:01796838054(পারসোনাল)
নগদ:01796838054(পারসোনাল)” শীর্ষক ক্যাপশনে (সংক্ষেপিত) একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শিশু সাফরা নামে প্রচারিত ছবিটি কোনো বাংলাদেশি শিশুর নয় বরং ভারতের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশু মারিয়ামের ছবি ব্যবহার করে আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভুয়া পোস্টের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম Ketto এর ফেসবুক পেজে ২০২০ সালের ১২ সেপ্টেম্বর “I watch my daughter suffer from cancer & I beg Allah for her life. Please help: bit.ly/SaveMariam” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। এই ছবিটির সাথে আলোচিত পোস্টের শিশুর ছবির মিল খুঁজে পাওয়া যায়।

প্লাটফর্মটির ওয়েবসাইট থেকে জানা যায়, ছবিটি ভারতের ১২ বছর বয়সী শিশু মারিয়াম শাকিল আহমেদ। তার পিতা পেশায় অটো চালক। সে সময় কিটোর মাধ্যমে আর্থিক সাহায্য চেয়ে ফান্ডরেইজ করার উদ্যোগ নেওয়া হয়। কিটোর ওয়েবসাইটে এ সংক্রান্ত পরবর্তী আপডেট থেকে জানা যায়, মারিয়াম মারা গেছেন।
অর্থাৎ, আলোচিত ছবিটি ভারতীয় মৃত এক শিশুর।
এছাড়া, সাম্প্রতিক সময়ে সাফরা নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টে উল্লিখিত ব্যক্তিগত বিকাশ নাম্বার 01796838054 এ যোগাযোগ করা হলে উক্ত দাবির বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
সুতরাং, বাংলাদেশের কথিত রোগাক্রান্ত শিশু সাফরা চিকিৎসার জন্য অর্থ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ প্রতারণামূলক এবং মিথ্যা।