HomeRumorscannerবিবেক গণপতি রামাস্বামী বাংলাদেশে নিযুক্ত আমেরিকার নতুন রাষ্ট্রদূত নয়

বিবেক গণপতি রামাস্বামী বাংলাদেশে নিযুক্ত আমেরিকার নতুন রাষ্ট্রদূত নয়


সম্প্রতি, ভারতীয় বংশোদ্ভূত বিবেক গণপতি রামাস্বামী বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

1 105

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,  বিবেক গণপতি রামাস্বামী বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাননি বরং, যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ (১১ জানুয়ারি) তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম প্রথম আলো’র অনলাইন সংস্করণে গত ০৯ জানুয়ারি ‘ঢাকায় বিশেষ দায়িত্বে আসছেন ট্র্যাসি জ্যাকবসন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ঢাকায় আসছেন না ডেভিড মিলি। বাংলাদেশে পিটার হাসের উত্তরসূরি হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত সাবেক কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন ঢাকায় দায়িত্ব পালন করবেন। মূলত বাংলাদেশে সংস্কারপ্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য তাঁকে ঢাকায় পাঠানো হচ্ছে।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটেও গত ০৯ জানুয়ারি প্রকাশিত এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। উক্ত বিজ্ঞপ্তি থেকে নিশ্চিত হওয়া যায় যে, ট্রেসি অ্যান জ্যাকসনকে বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।

তাছাড়া, বিবেক গণপতি রামাস্বামী’র ভেরিফায়েড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত বছরের ১৩ নভেম্বর প্রকাশিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি স্টেটমেন্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত স্টেটমেন্ট থেকে জানা যায়, ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী মিলে নতুন একটি বিভাগ চালু করবেন, যার নাম “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সি” (D.O.G.E)। এই বিভাগের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের সরকারী ব্যয় কমানো, অপ্রয়োজনীয় নিয়ম-কানুন বাতিল করা, এবং ফেডারেল এজেন্সিগুলোর কাঠামো পুনর্গঠন করা।

অর্থাৎ, উপরিউক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, ভারতীয় বংশদ্ভূত বিবেক গণপতি রামাস্বামী বাংলাদেশে নিযুক্ত যুক্তি নতুন রাষ্ট্রদূত নয়।

সুতরাং, বিবেক গণপতি রামাস্বামী বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular