HomeRumorscannerবিডিনিউজ২৪ এর লোগো ব্যবহার করে ভুয়া ওয়েবসাইটে অর্থ ‍উপদেষ্টাকে জড়িয়ে ভুয়া সংবাদ...

বিডিনিউজ২৪ এর লোগো ব্যবহার করে ভুয়া ওয়েবসাইটে অর্থ ‍উপদেষ্টাকে জড়িয়ে ভুয়া সংবাদ প্রচার


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে জড়িয়ে ‘সালেহউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগগুলো নিশ্চিত হয়েছে।'(অনূদিত) শীর্ষক ক্যাপশনে একটি পোস্ট প্রচার করা হয়েছে। উক্ত পোস্টে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের আদলে প্রকাশিত একটি প্রতিবেদনের লিঙ্কও সংযুক্ত করা হয়েছে। উক্ত লিঙ্কে থাকা প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সালেহউদ্দিন আহমেদকে চ্যানেল২৪ এ উপস্থাপক পিযুষ বানসার সাথে তার লাইভ টেলিভিশন সাক্ষাৎকারে করা বক্তব্যের জন্য মামলা করেছে। এছাড়াও দাবি করা হয়, তিনি লাইভ সাক্ষাৎকারে কম সময়ে বেশি টাকা কামানোর একটি সাইটের প্রমোশন করেছিলেন। কথিত উক্ত প্রতিবেদনটিতে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর লোগোও উপরে প্রদর্শিত হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

1 61

উক্ত দাবিতে প্রচারিত কথিত প্রতিবেদনটি দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদকে জড়িয়ে প্রচারিত দাবি সঠিক নয় এবং বিডিনিউজ২৪ এরূপ কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বরং ভুয়া একটি ওয়েবসাইটে বিডিনিউজ২৪ এর লোগো সংযুক্ত করে ভিন্ন ঘটনার স্ক্রিনশট সংযুক্ত করে ভিত্তিহীনভাবে উক্ত কথিত প্রতিবেদনটি তৈরি করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত পোস্টে সংযুক্ত কথিত উক্ত প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। কথিত উক্ত প্রতিবেদনটিতে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর লেগো থাকলেও ‘denver-roofing.com’ শীর্ষক ভিন্ন একটি ডোমেইন নাম দেখা যায় এবং নিশ্চিত হওয়া যায় যে উক্ত ওয়েবসাইটটি বিডিনিউজ২৪ এর আসল ওয়েবসাইট নয়।

কথিত উক্ত প্রতিবেদনটিতে দাবি করা হয়, “লাইভ সম্প্রচারের সময়, সালেহউদ্দিন আহমেদ সত্য প্রকাশ করে ফেলেন এবং পরে অনুতপ্ত হন। কিন্তু তখন আর কিছু করার ছিল না। তাঁর “অজান্তেই” বলে ফেলা কথাগুলো অনেক দর্শকের দৃষ্টি আকর্ষণ করে, এবং তারা সঙ্গে সঙ্গে বার্তা পাঠাতে শুরু করে। তবে, অনুষ্ঠান চলাকালীন বাংলাদেশ ব্যাংক থেকে এক কল আসে, যেখানে অনুষ্ঠানটি অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়।  সৌভাগ্যক্রমে, “চ্যানেল ২৪” অনুষ্ঠানের পরিচালককে রাজি করিয়ে সেই সম্প্রচারের একটি কপি সংগ্রহ করা সম্ভব হয়েছে। তবে, এই প্রতিবেদনও দ্রুত মুছে ফেলা হতে পারে, যেমন সম্প্রচারটি থামিয়ে দেওয়া হয়েছিল। তাই পাঠকদেরকে সালেহউদ্দিন আহমেদের দেওয়া লিঙ্কটি অনুসরণ করে বিস্তারিত জানার পরামর্শ দেওয়া হয়েছে।”

এরপর কথিত মুছে ফেলা সাক্ষাৎকারটি প্রচার করা হয় যেখানে দাবি করা হয় চ্যানেল২৪ এর প্রতিনিধি পিযুষ বানসা’র সাথে সালেহউদ্দিন আহমেদ নিজের আয়ের উৎস নিয়ে আলোচনার এক পর্যায়ে বলেন তিনি ‘নিয়ারেস্ট এজ’ নামের একটি সাইটে টাকা ইনভেস্ট করে প্রচুর টাকা কামিয়েছেন এবং এভাবে কয়েক মাসে মিলিয়নিয়ার হওয়া সম্ভব। এসময় উক্ত সাইটটির লিঙ্কও কথিত সাক্ষাৎকারটিতে হাইপারলিঙ্ক করে দেওয়া হয় এবং পাশাপাশি চ্যানেল২৪ এর উক্ত সাক্ষাৎকারের ছবি দাবিতে কয়েকটি স্ক্রিনশট সংযুক্ত করা হয়।

এরই সূত্র ধরে অনুসন্ধান করলে চ্যানেল২৪ এ এরূপ কোনো সরাসরি সাক্ষাৎকার সম্প্রচারের তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। কথিত টাকা কামানোর সাইট ‘নিয়ারেস্ট এজ’ এর লিঙ্কে ক্লিক করলে দেখা যায় এটি কথিত প্রতিবেদন প্রচার করা একই ওয়েবসাইটেরই ভিন্ন একটি পৃষ্ঠায় নিয়ে এসেছে। উক্ত সাইটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের উক্তি দাবিতে দুইটি উক্তিও সংযুক্ত করা হয় যেখানে বলা হয় তারা উক্ত সাইটটি ব্যবহারে উৎসাহিত করেছে। উল্লেখ্য যে, সাইটটিতে ড. ইউনূসকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বদলে প্রধান কাউন্সেলর দাবি করা হয়। এছাড়াও দাবি করা হয় যে প্রতিদিন ৯৫,০০০ টাকা থেকে শুরু করে ২,১৫,০০০ টাকা পর্যন্ত আয় করা যাবে। এরপর নাম, ইমেইল ও মোবাইল নাম্বার দিতে বলা হয়৷ উক্ত তথ্যগুলো দিলে ১ দিনের ভেতর যোগাযোগ করা হবে বলে জানানো হয়।

পরবর্তীতে চ্যানেল২৪ এর উক্ত সাক্ষাৎকারের স্ক্রিনশট দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৬ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটি মুক্তমঞ্চ নামক অনুষ্ঠানে ড. সালাহউদ্দিন আহমেদের অতিথি হিসেবে আলোচনা করার দৃশ্যের ছিল।

1 62
Comparison : Rumor Scanner

উক্ত অনুষ্ঠানের কি-ফ্রেমের সাথে আলোচিত দাবিতে প্রচারিত কি-ফ্রেমের তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত স্ক্রিনশটটি মূলত উক্ত অনুষ্ঠান থেকে নেওয়া হয়েছে। তবে উক্ত অনুষ্ঠানটিতে সালাহউদ্দিন আহমেদকে আলোচিত সাইটটি প্রমোট করতে দেখা যায়নি বরং তার ক্যারিয়ারের নানা ক্ষেত্র ও ঘটনার বিষয়ে আলোচনা করতে দেখা যায়। এছাড়াও কথিত প্রচারিত প্রতিবেদনে সঞ্চালকের নাম পিযুষ বানসা দাবি করা হলেও প্রকৃতপক্ষে প্রচারিত স্ক্রিনশটটিতে প্রদর্শিত সঞ্চালকের নাম জান্নাতুন নাঈম। এছাড়াও ফেসবুকে প্রচারিত প্রতিবেদনটির প্রিভিউয়ে সালাহউদ্দিন আহমেদকে পুলিশ হাতকড়ি পরিয়ে আটক করে নিচ্ছে এমন দৃশ্য প্রদর্শিত হলেও কথিত উক্ত প্রতিবেদনেও এর সপক্ষেও কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

1 63
Screenshot : Whois

উক্ত ওয়েবসাইটটির ডোমেইনের তথ্যের বিষয়ে অনুসন্ধান করলে দেখা যায় এটি ২০২৪ সালের ২৩ এপ্রিলে রেজিস্ট্রার করা হয়েছে, ২০২৪ সালের ৩০ নভেম্বরে হালনাগাদ করা হয়েছে এবং ২০২৫ সালের ২৩ এপ্রিলে এটি মেয়াদোত্তীর্ণ হবে।

তাছাড়া, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বরং অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে গত ২১ ফেব্রুয়ারিতে এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়৷ উক্ত প্রতিবেদনটিতে প্রচারিত কথিত উক্ত প্রতিবেদনের দাবি মিথ্যা ও সাইটটি ভুয়া বলে নিশ্চিত করা হয়।

সুতরাং, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে তার লাইভ টেলিভিশন সাক্ষাৎকারে সহজে টাকা কামানোর সাইটের বিষয়ে কথা বলায় মামলা করা হয়েছে শীর্ষক দাবিতে বিডিনিউজ২৪ সংবাদ প্রতিবেদন করেছে শীর্ষক দাবি মিথ্যা।

তথ্যসূত্র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular