HomeRumorscannerবাংলাদেশের রাস্তায় অর্ধনগ্ন নারী কর্তৃক যুবককে মারধর দাবিতে ভারতের পুরোনো ভিডিও প্রচার

বাংলাদেশের রাস্তায় অর্ধনগ্ন নারী কর্তৃক যুবককে মারধর দাবিতে ভারতের পুরোনো ভিডিও প্রচার


সম্প্রতি ‘বাংলাদেশের রাস্তায় পরনের পোশাক খুলে অর্ধনগ্ন এক নারী একজন যুবককে মারছে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে৷

unnamed 11 2

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের রাস্তায় একজন অর্ধনগ্ন নারী কর্তৃক এক যুবককে মারধর দাবিতে প্রচারিত ভিডিওর ঘটনা বাংলাদেশে ঘটেনি বরং ভারতের একটি পুরোনো ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে ভারতের উত্তর প্রদেশের গণমাধ্যম UP Namaste এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২৬ জুন ‘The fight between a transgender and an e-rickshaw driver in Ujhani became a topic of discussion’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়৷ উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে আলোচিত ভিডিওটির বিষয়বস্তু ও পারিপার্শ্বিকতার মিল খুঁজে পাওয়া গেছে৷

প্রতিবেদন সূত্রে জানা যায়, ভারতের উত্তর প্রদেশের উঝানি জেলার বারি বাইপাস এলাকায় রূপান্তরকামী নারী চাঁদনী ও ই-রিকশা চালক আনমোল গুপ্তর মধ্যে মারামারির ঘটনা ঘটে এবং এক পর্যায়ে চাঁদনী তার পরনের প্যান্ট খুলে আনমোলকে মারধর করতে থাকে। তাদের মধ্যে মারামারির ঘটনার কারণ হিসেবে চাঁদনী কর্তৃক আনমোলের রিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করা বা রিকশা ভাড়া নিতে বাকবিতন্ডা অথবা আনমোল কতৃক চাঁদনীর প্রতি বাজে মন্তব্য করা- এই কয়েকটি সম্ভাব্য কারণ উঠে এসেছে৷

পরবর্তীতে, আরেক ভারতীয় গণমাধ্যম The Free Press Journal এর ওয়েবসাইটে ২০২৪ সালের ০৪ জুলাই ‘VIDEO: Transgender Woman Removes Pant, Gets Naked & Assaults Auto Driver In Crowded Market Over ‘₹10 Dispute’’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়৷ উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিগুলোর সাথে আলোচিত ভিডিওটির চিত্রের মিল খুঁজে পাওয়া গেছে৷

unnamed 12 1

অর্থাৎ, উক্ত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় এবং ঘটনাটি বাংলাদেশেরও নয়।

সুতরাং, বাংলাদেশের রাস্তায় একজন অর্ধনগ্ন নারী কর্তৃক এক যুবককে মারধর দাবিতে ভারতের একটি পুরোনো ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular