HomeRumorscannerবহুতল ভবন থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যার ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের

বহুতল ভবন থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যার ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের


সম্প্রতি, ‘অনেক গুলো ভুয়া ও মিথ্যা মা*মলা দেওয়াই সহ্য করতে না পেরে ছয় তলা থেকে লাফ দিয়ে জীবন দিলেন ১ যুবক আহারে জীবন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। @highlight Sheikh Parash #SaveBangladeshFromYunus #highlights2025 #AwamiLeague’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

1 329

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশে মিথ্যা মামলা দেওয়ায় সহ্য করতে না পেরে বহুতল ভবন থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যার নয় বরং, এটি ভারতের ভিন্ন ঘটনার ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে এক্সে (সাবেক টুইটারে) ‘Digraj‘ নামক অ্যাকাউন্ট থেকে ৮ মার্চ ২০২৫ ‘Man Committed Suicide in Bhavnagar, Gujarat. Jumped from Government Building. There is huge unemployment and financial pressure on today’s youths of India. Hope our Country will wake-up early.’ শীর্ষক ক্যাপশনে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

1 330
Comparison: Rumor Scanner

উক্ত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে  প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ভারতীয় গণমাধ্যম ‘News 18’ এর ৭ মার্চ ২০২৫ ‘Leap to death: Retired employee jumps from municipal building, watching the video will make your hair stand on end’ (অনুদিত) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের গুজরাটে একজন ব্যক্তি ভাবনগর পৌর কর্পোরেশন ভবন থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মারা যান। পৌর কর্পোরেশন ভবন থেকে লাফিয়ে পড়া ব্যক্তির নাম যতীন আন্ধারিয়া হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি পৌর কর্পোরেশনের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। পুরো ঘটনায় মৃত ব্যক্তি কেন আত্মহত্যা করেছেন সে সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে পুলিশ এই বিষয়টি তদন্ত করছে।

একই বিষয়ে ভারতের স্থানীয় একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন (১, ২) প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিবেদনগুলো থেকেও আলোচিত বিষয়ে একই তথ্য জানা যায়। 

সুতরাং, ভারতের ভিন্ন ঘটনার ভিডিওকে বাংলাদেশে মিথ্যা মামলা দেওয়ায় সহ্য করতে না পেরে বহুতল ছয় তলা ভবন থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular