HomeRumorscannerফেসবুকের ফ্যাক্টচেকিং বিষয়ে পিনাকী ভট্টাচার্যের ডিপফেক ভিডিও প্রচার

ফেসবুকের ফ্যাক্টচেকিং বিষয়ে পিনাকী ভট্টাচার্যের ডিপফেক ভিডিও প্রচার


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, “how Facebook’s Fact-Checking System Is Being Hijacked by Indian BJP IT cell. ইন্ডিয়ান্স আর অন এটাক!  চেক কমেন্টবক্স!”

প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, একটিভিস্ট পিনাকী ভট্টাচার্য সাক্ষাৎকার দিচ্ছেন এবং বলছেন, ভারত ফ্যাক্টচেকিংকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শেখ হাসিনা ও ভারতের নীতির বিরুদ্ধে যাওয়া পোস্টগুলো পদ্ধতিগতভাবে দাবানো হচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতা নষ্ট করছে। ফ্যাক্টচেকাররা নিরপেক্ষ নয়। তারা বিজেপি ও হাসিনার প্রতি পক্ষপাতদুষ্ট। এছাড়াও তাকে কয়েকটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের নাম ও তাদের দ্বারা ফ্ল্যাগড হওয়া পোস্ট স্ক্রিনে প্রদর্শিত হয়। ভিডিওটির মন্তব্য সেকশন পর্যবেক্ষণ করলে দেখা যায়, আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং নেটওয়ার্ককে এসব বিষয় জানিয়ে পদক্ষেপ নেওয়ার জন্য ইমেইল দিতে বলা হয়েছে এবং একটি ইমেইল টেমপ্লেটও দেওয়া হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

1 287

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতীয় ফ্যাক্টচেকাররা পক্ষপাতদুষ্ট হয়ে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করছেন এবং শেখ হাসিনা ও বিজেপির হয়ে ফ্যাক্টচেকাররা কাজ করছেন শীর্ষক দাবি করা পিনাকী ভট্টাচার্যের এই ভিডিওটি আসল নয় বরং, ডিপফেক প্রযুক্তির সহায়তায় ফ্রান্স ভিত্তিক সংবাদমাধ্যম ‘ফ্রান্স ২৪ ইংলিশ’ এ পিনাকী ভট্টাচার্যের দেওয়া সাক্ষাৎকারের একটি ভিডিওতে ভুয়া অডিও সংযুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে পিনাকী ভট্টাচার্য এরূপ দাবি কোন প্রেক্ষাপটে, কখন করেছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। এছাড়া, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণও মেলেনি।

তবে, অনুসন্ধানে ‘ফ্রান্স ২৪ ইংলিশ’ এর ইউটিউব চ্যানেলে “Bangladesh’s revolution: Exiled blogger Pinaki Bhattacharya on fall of ‘fascist regime’” শীর্ষক শিরোনামে গত ১৭ ফেব্রুয়ারিতে প্রচারিত পিনাকী ভট্টাচার্যের দেওয়া সাক্ষাৎকারের একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে পিনাকীর পরিধেয় পোশাক, টাই, পারিপার্শ্বিক অবস্থার সাথে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায় এবং লক্ষ্য করা যায় এই ভিডিওটির দৃশ্য আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটির দৃশ্য মূলত উক্ত ভিডিও থেকেই নেওয়া হয়েছে। 

1 288
Comparison : Rumor Scanner

কিন্তু, পিনাকী ভট্টাচার্যের উক্ত আসল সাক্ষাৎকারে ভারতীয় ফ্যাক্টচেকার কর্তৃক মত প্রকাশের স্বাধীনতা হরণ করে বিজেপি ও হাসিনার জন্য কাজ করার বিষয়ে আলোচিত দাবির অনুরূপ কোনো কথা পিনাকী ভট্টাচার্যকে বলতে শোনা যায়নি। উক্ত ভিডিওতে পিনাকী ভট্টাচার্যকে বরং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নানা বিষয়, তার ভূমিকা, নির্বাচন, ভবিষ্যৎ বাংলাদেশ, করোনার সময় তার অভিজ্ঞতা, ফেসবুকের কন্টেন্ট রেস্ট্রিকশনসহ নানা বিষয়ে আলোচনা করতে দেখা যায়।

তাছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে সংযুক্ত অডিও এর সাথে পিনাকী ভট্টাচার্যের অঙ্গভঙ্গির কিছুটা অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়, যেটি মূল ভিডিওতে পরিলক্ষিত হয়নি।

এই ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করলে দেখা যায়, তারা নিয়মিতভাবে এআই এবং বিভিন্ন প্রযুক্তি দিয়ে তৈরি এমন ভুয়া কনটেন্ট প্রচার করে থাকে। উক্ত ফেসবুক পেজটি থেকে এর আগে এরকম একাধিক এআই দিয়ে তৈরি ভিডিও আসল দাবিতে প্রচার করা হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

উল্লেখ্য যে, ডিপফেক হল বাস্তবসম্মত দেখতে কিন্তু নকল বা কিছুটা পরিবর্তিত কন্টেন্ট যা ভিডিও বা অডিওর উপাদান সম্পাদনা করে তৈরি করা হয়। ডিপফেক ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রযুক্তি ব্যবহার করে একজন ব্যক্তির মুখের অবয়ব বা ভয়েসকে অন্য কারোর সাথে বা নিজেরই ভুয়া ভিন্ন ঘটনার ক্ষেত্রে বিশ্বাসযোগ্যভাবে প্রতিস্থাপন করা হয়। এই প্রযুক্তির সহায়তায় একজন ব্যক্তির এমন কিছু ভিডিও বা অডিও কন্টেন্ট তৈরি করা সম্ভব যা তিনি নিজে বলেননি বা করেননি।

সুতরাং, ভারতীয় ফ্যাক্টচেকাররা পক্ষপাতদুষ্ট হয়ে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করছেন এবং শেখ হাসিনা ও বিজেপির হয়ে ফ্যাক্টচেকাররা কাজ করছেন শীর্ষক দাবি করা পিনাকী ভট্টাচার্যের সাক্ষাৎকারের ভিডিওটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular