সম্প্রতি, “Aarong women’s day gift!” শীর্ষক শিরোনামে একটি ক্যাম্পেইনের লিংক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ভুয়া ক্যাম্পেইন লিংকটি দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নারী দিবস উপলক্ষে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং এর পক্ষ থেকে উপহার প্রদানের তথ্যটি সঠিক নয় বরং, আড়ংয়ের লোগো ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট তৈরির মাধ্যমে প্রতারণার উদ্দেশ্যে উপহার প্রদানের এই প্রলোভন দেখানো হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে আড়ং এর নারী দিবস উপলক্ষে তৈরি উপহারের অফার দেওয়া আলোচিত ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম। লিংকের থাম্বনেইলে আড়ংয়ের লোগো থাকলেও ওয়েবসাইটে “Ramadan Special: 100GB Free Data for Everyone!” লেখা দেখতে পাওয়া যায় এবং ওয়েবসাইট লিংকটি কাজ না করায় প্রবেশ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, রমজান উপলক্ষে ১০০ জিবি বোনাস প্রসঙ্গে রিউমর স্ক্যানার ইতিমধ্যে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
পরবর্তীতে আড়ংয়ের এমন কোনো ক্যাম্পেইন চালু আছে কিনা তা জানার চেষ্টা করে রিউমর স্ক্যনার।
আড়ংয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে অনুসন্ধান করে নারী দিবস উপলক্ষে উপহার দেওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। আড়ং তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নারী দিবস উপলক্ষে শুধুমাত্র একটি পোস্ট দিয়েছে।
এছাড়া, ২০২৩ সালেও নারী দিবসে এমন একটি দাবির বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
সুতরাং, নারী দিবস উপলক্ষে আড়ং এর পক্ষে থেকে উপহার প্রদানের ক্যাম্পেইনটি সম্পূর্ণ বানোয়াট ও প্রতারণামূলক।
তথ্যসূত্র